নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

টোকিও অলিম্পিক ২০২০ঃঃ মারামারি আমাদের একটা প্রিয় খেলা!!

১২ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

সারা দুনিয়া অলিম্পিক নিয়া ব্যস্ত আর আমরা খবর নাই ; ১৬ কোটি মানুষ নিয়া ঘুমাইতেসি ; একটা ব্রোঞ্জ জিততে পারি না ঃ ফাইনালেই যাইতে পারি না; আমাদের ক্ষমতার কোন ঘাটতি নাই; আসলে সরকার গুলোর কোনো ইচছা নাই ; টাকা বরাদ্দ নাই; শুটিং একটা ভালো জায়গা ছিলো সেইটাও ধ্বংসের পথে

ভারতের মতো দেশ যারা নিজেরাও ১২০ কোটি মিলে একটা ব্রোঞ্জ জিতার আপ্রাণ চেষ্টাকরতাসে ; তারাও ৫০টা চ্যনেলে অলিম্পিক দেখাইতাসে ; আর আমাদের চ্যনেলগুলা এইটা নিয়া খুব একটা চিন্তিত না; পৃথিবীতে একটাই খেলা আছে ঃঃ কিরিকেট ; কয়েকদিন পর , রাস্তার গলির কিরকেট ও দেখাইবো মনে হইতাসে!!!!


২০২০ এ টোকিও অলিম্পিক


৫ জন ভালো খেলোয়াড় বের করে আমরা কি একটা পদকের ও প্ল্যন করতে পারতেসি না???!!

এবার কিন্তু কারাতে যোগ হবে; এই ইভেন্টে কিন্তু আশা আসে অনেক ; কারণ মারামারি আমাদের একটা প্রিয় খেলা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.