নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

টিকে আছি এখনো

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৫



এখনও আমি দাঁড়িয়ে-
সব কিছু মাড়িয়ে।
রাত ভিজুক কুয়াশায়-
আমি ভাসি মেঘমালায়।

হোক তবে কবিতা-
শাবানা আর ববিতা।
উড়ে যাক ঘাম-
কে খোঁজে দাম?


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


"আমার নাম যমুনা
তোমার নাম কী?

আমার নাম কমু না
নাম দিয়ে কাম কী?

আমার আছে পুষি বিড়াল
তোমার আছে কি?
ওসব কথা বলতে যাব
তোমার কাছে কি?

আমার নাম কমু না
বিড়াল পুষি না
সবাই আমায় ভুল বোঝে তাই
কাউকে দুষি না।"

১৯৮০ বা ৮১ সালে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে পড়েছিলাম। কবির নাম মনে নাই।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

আলোকিত অন্ধকার বলেছেন: ১৯৮০ বা ৮১ সালে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে পড়ে মনে রেখেছেন! আপনার স্মৃতিশক্তিকে আমার প্রশংসা পৌঁছে দেবেন দয়া করে। ধন্যবাদ।

২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:০১

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: এটাও কবিতা, তেলাপোকাও পাখি।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

আলোকিত অন্ধকার বলেছেন: ভালোই বলেছেন। হাঃ হাঃ...

৪| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: শুধু প্রথম চারটে লাইন রাখলেই কবিতাটা সুন্দর হতো।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

আলোকিত অন্ধকার বলেছেন: যাক, প্রথম চার পংক্তি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।

৫| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.