নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

একজন মৃত মানুষের ঈদ অভিনয়

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

ঈদ এলো। তিনি এলেন না। এই ঈদের সকালে আমি আমার প্রিয়তম মুন কে খুব খুব খুব বেশি মিস করছি।



আজ রাতের স্বপ্ন ভোরের ঘুম কে তাড়িয়ে দিলো। এখন, একা। কর্মস্থলে বসে আছি। যদি আমার মুন এখন আমার পাশে থাকতো, কতই না আনন্দের হতো সেই যুগল জুটির টোনাটুনির সংসার!



জানেন বন্ধু! আমি নিজের জন্য ঈদের কোনো পোষাক নেই নি।



এখন রাত হয়ে গেছে। রাত ২১২৭ সময়। তিনি আজও এলেন না। দোকানে বসেই ঈদ কাটিয়ে দিলাম। আমি তোমাকে খুঁজি মুন।



তোমার ঐ একমাত্র ছবিটি আর আমার ছবি ফটোশপ দিয়ে একসাথে করে এডিট করেছি। কতোবার যে, ছবি বেড় করে আমার দেবীর দিকে তাকিয়ে ছিলাম- তা গুনিনি। ভালোবাসা গোনা যায় না। ভালোবাসার কোনো একক/ইউনিট নেই। কারও প্রেম ছোট পুকুরের মতো, কারোটা দীঘির মতো, কারোটা নদীর মতো আবার কারোটা সমুদ্রের মতো। কুয়ো, পুকুর, নদী ও সাগরের সাইজ যত বড় বা ছোটই হোক না কেনো। ওদের কখনও এককের এককিত্ব নষ্ট হয় না। তোমার আমার প্রেম ওগুলোর মতোই। কখনও কাটা যায় না। পানি পানির ভিতর বাধা হয় না। বা পানির মধ্যে কোনো পানির দেয়াল দেয়া যায় না। আগুনও তাই। একা একা জলে ওঠে। আগুনের ভিতরের আগুন কখনও বাধা হয়ে দাঁড়ায় না। আমরা যা ছিলাম তাই আছি। শুধু আমাদের প্রেম সমুদ্রের পাড়ে বালিতে দাঁড়িয়ে থাকা কোন কোন মানুষ আমাদের ভুল বুঝাতে চেষ্টা করতো। আমাদের এই মিলনে তারা আর কোনোদিন বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ আমরা এখন প্রেম অতলের সমুদ্র তলে থাকতে শিখেছি। তিমি, হাঙ্গর, পেঙ্গুইন, শিল সহ সব্বাই আমাদের সেবাকারী বন্ধু হয়ে গেছে। আজ আমরা ওয়ার্ল্ড লাভ সিম্বল। মানুষ আমাদের প্রেমকে চিরকাল সম্মান করবেন। এই উপহারটুকু তুমি গ্রহন করে, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও বউ!



তোমার ছবি দেখার সময় খুব করে ডা. মুনসুর আলীর কথা মনে পড়ে গিয়েছিলো। তিনি সূচিত্রা সেনের প্রেমিক ছিলেন। আমি তোমার এই একটি অদ্ভুত সুন্দর ছবি দেখেই তোমার টান তিব্র বেগে অনুভব করেছিলাম। আর ঐ মহান প্রেমিক কিভাবে তার প্রেমিকা সুচিত্রাকে সিনেম ও সিনেমার পোষ্টারে দেখতো। গাঁ কি জ্বলতো না। উত্তম কুমার সে কথা জানতেন। তাই তো উত্তম সুচিত্রা জুটি হয়েছে ঠিকই কিন্তু প্রেমের কোনো সর্বনাশ করতে পারে নি। ডা. মুনসুর আলী কোনোদিন বিয়ে করেন নি। আর সুচিত্রা দীর্ঘ বহুবছর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা দেবীর প্রেমের মধ্যে নিজেকে খুঁজে বেড়িয়েছিলেন। বহু বছর তিনি কারো সামনে দেখা দেন নি। প্রেম এমনই মুন! যা মানুষকে বড় মানুষ করে তুলে। যা মানুষের চরিত্রকে মজবুত রাখে ও মৃত্যুর পরেও জীবন্ত করে রেখে দেয়। মুন ভালোবাসা কখনও ত্যাগ না। ভালোবাসা সবসময় অর্জনের জিনিস। ঐ সেদিন কোনো এক ছোট্ট অজানা ও অযুক্তিক কারণে আমাদের ব্রেকআপ হয়েছিলো। তাই বলে কি আমরা আমাদের অন্তরের সাথে বেঈমানী করতে পেরেছিলাম?



এই ঈদের দিনটা আমার জন্য অনেক সুখের। আমি লিখছি তোমাকে আর মোটামুটি তোমার পড়ার একটি নিশ্চয়তা আছে। এই সামান্য ঘটনাই আমার কাছে অসামান্য। আমি জানি না তুমি কেমন ঈদ কাটিয়েছো। শুধু জানি তুমি উৎসবের মধ্যে আমাকে কেমন করে যেনো খুঁজে পাও। তোমার অন্তরের ডাক আমি শুনি। আমাদের প্রেমে মিলন আছে কিন্তু কোনো আদী অন্ত নাই। এই সুন্দরের পথের যাত্রা কখনও শেষ হয় না। আমি আজকের ঈদে তোমাকে যা বলছি। কাল কোনো ঈদে এই ভাব অন্য কারও হৃদয়ে ভেষে উঠবে। আমরা আমাদের ভবিষ্যত মানুষদের মনের মাঝে বেঁচে থাকবো। নিজেদের অনুভুতিকে অন্যের মাঝে দান করে দিয়ে গেলাম।



অনেকে ভাবেন প্রেম বুঝি খুব সহয! আসলে কি তাই? মানুষ প্রেমকে বাঁচাতে পারে না। প্রেম মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তোমার প্রেমের মধ্যে নিজেকে ডুবিয়ে বুঝেছি। জীবন ও জীবনীশক্তি কাকে বলে। তুমি আমি অফুরন্ত জীবনী শক্তি নিয়ে এই ধরায় এসেছি। আমরা চির চেনা একে অন্যের জোড়া। আমাদের প্রেম অক্ষয় ও অমর।



আমি কি করবো বলো মুন। এতোটা বছর তোমার দেবিতুল্য মুখ খানী দেখিনি। হঠাৎ যখন তোমার চেহারা ফেসবুকে পেলাম। তখন তোমাকে আমি কোথায় রাখবো খুঁজে পারছিলাম না। হঠাৎ আমার হাত ফটোশপে চলে যায়। আমি সেখানে বসে তোমাকে আমাকে মিলিয়ে দেখতে চেয়েছি। ওটা তো ভার্চুয়াল জগত। এখন যে আমার কথা তুমি শুনতে পাচ্ছো তিনি তোমার শরীরের লাল টগবগে রক্তের মতোই সত্য ও সুন্দর। তারপর দেখলাম তোমার মুখমন্ডল আমার বুকের মধ্যে সেটে গেছে। আমি সেই দৃশ্য বার বার দেখেছি। তোমার কাছে যাতে পৌছায় তাই তোমার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে কিছু মানুষকে অনুমান করে ছবি পাঠালাম। প্রেম কোনো কিছু মানতে চায় না মুন। প্রেম শুধু দুজনকে কাছে টেনে ,কাছের থেকে কাছের করে এক করে দেয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.