নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় উগ্রতা বনাম মুক্তমতের নামে উগ্রতা: চলতে হবে হাত ধরে

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:১৩

ধর্মান্ধতা ও ধর্মীয় উগ্রতা বনাম ধর্মকে উতখাতে ধর্মের বিরুদ্ধে কুতস্যা রচনার যে খেলা চলছে তাতে বর্তমান পৃথিবী নরকসম হয়ে উঠছে। এই যুদ্ধের কোন দিনও শেষ নেই। হ্যা, এর শেষ হতে পারে কোন একটি পক্ষের একেবারে দৈহিক নির্মূলের মাধ্যমে। কিন্তু আদৌ কি তা সম্ভব? সমান শক্তির দুইটি দলের দ্বারা সেটা কখনোই সম্ভব নয়। বরং দিন যত যাবে ততই দুটো পক্ষকেতো ভুগতে হবেই সাথে ভুগতে সমস্ত মানবজাতিকে।

তাই উচিত ধর্মান্ধতা দূর করার পাশাপাশি ধর্মের বিরোধিতা ত্যাগ করা। এজন্য একপক্ষকে নামতে হবে এবং আরেক পক্ষকে উঠতে হবে। এর মাধ্যমেই সম্ভব ধর্ম এবং ইহজাগতিক বিষয়ের হাত ধরে চলাচল। এখানেই নিহিত আছে ভারসাম্য। উগ্রতা, এক পক্ষকে দৈহিকভাবে নির্মূল করে দেওয়ার মানসিকতা কখনোই সুস্থ চিন্তা নয়। সকলের শুভবোধের উদয় হোক। অভিজিতদের মত প্রতিভা আর ধর্মনিষ্ঠদের আন্তরিকতা হাত ধরে চলে পৃথিবীর উন্নয়ন সাধিত হোক।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

নাঈম৭৫৩৭ বলেছেন: arr koto din :(( :(( :(( :(( avabe thakte hobe?

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০৮

উড়োজাহাজ বলেছেন: যতদিন আমরা পালিয়ে ঘরে থেকে বাচার চেষ্টা করি।

২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: ভাই,
এই কথাগুলো আমি মনে মনে লিখে ফেলছিলাম, আপনি লেইখা সব গুবলেট কইরা দিলেন। আপাতত ১০০০০০০০০০০০০০০০০ % সহমত দিলাম। তবে ভবিশ্যতে এমন করলে আমি হরতাল দিতে বাধ্য হব।

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:১১

উড়োজাহাজ বলেছেন: হায়, হায়। আমিতো আপনার আগে লিখে ফেললাম। এখন কি করি?

একটু মজা করলাম। যাই হোক, জেনে খুশি হলাম যে এই চিন্তার মানুষের সংখ্যা আরো আছে। এদের সংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকলে অারো অনেক খুশি হতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

উড়োজাহাজ বলেছেন: আপনার জন্য এই পোস্টটাও পড়ার আমন্ত্রণ রইলো। পড়ে আবার বলবেন না যেন ‌‌'আরে আমিও তো এইকথা গুলো লিখতে চেয়েছিলাম।

http://www.somewhereinblog.net/blog/atahar/30018374

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.