নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর ধরে ফিরে ফিরে আসে সেই বসন্ত

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

দেখো, গাছের ডালে আবার সবুজ পাতারা নতুন করে জন্ম নিয়েছে
শীতের রুক্ষতার দুর্দিন শেষে আবার সবুজের সমারোহ চারিদিকে
তোমার আমার কৈশোরে দেখা সেই দিনগুলো এভাবেই ফিরে আসে হাজার বছর ধরে
শুধু তোমার আমার চোখ ঘোলা হয়ে যায়।
কমে আসে পেলবতা, চামড়ায় ধরে ভাজ।
দুর্বিনীত চুলগুলো ক্রমশ ঝরে পড়ে।
কিন্তু বসন্তের শেষ হয় না।
এভাবেই ফিরে আসে বছর ঘুরে।
তার বয়স বাড়ে না, বাড়লেও কে তার হিসেব রাখে!
অথচ কী ক্ষণিকের পথচলা তোমার আমার।
বারোটি বসন্তের ব্যবধানে মুছে গেছে কত স্মৃতি।
যে আবেগের জোয়ার ছিল একদিন
তাতে আজ পলি জমে জন্ম হয়েছে বিস্তীর্ণ চরের।
কত অলিখিত কথা, কত প্রতিশ্রুতি সব আজ দূর অতীত।
জানি তুমি আমি কেউই চাইনা সেসব ঘেটে বেদনার চাষাবাদ।
ভুলে থাকতে চাই, আবার মনে রাখতেও চাই।
কী অদ্ভুত চাওয়া আমাদের!

আচ্ছা, সেইসব সোনালী দিনগুলোকে কি তোমার কাছে সঞ্চিত সম্পদ বলে মনে হয়?
আমার কাছে কিন্তু তাই মনে হয়।
অথচ দেখো, কত অচল সম্পদ সেগুলো
আজকের বাজারে কেউ তাকে কেনে না।
তাতেই বা কী আসে যায়, রানী ভিক্তোরিয়ার মুদ্রার কি দাম আজ?
কিন্তু অঢেল অর্থ খরচ করে কি তাকে কেনেনা অনেকে?
আমাদের সেই দিনগুলোও তেমনি অমূল্য, অন্তত তোমার আমার কাছে।
কাউকে দেখিওনা, অপাত্রে ঢেলোনা সেসব।
পরম যত্নে আগলে রেখো।

কে জানে প্রকৃতির মতই প্রকৃতিতে আমরা ফিরে আসি কি না।
হয়তো এ দেহ নয়, এই হৃদয় নিয়ে কিংবা আমাদের দেহকোষের বিনিময়ে
অযাচিত সেই বিস্তির্ণ চরে জন্ম দেই আমাদের ভবিষ্যতকে।
এভাবেই প্রকৃতির মত আমরা ফিরে আসি নতুন করে, প্রকৃতির সাথে তাল রেখে।
আমাদের চোখ বন্ধ হয়ে গেলে, কিংবা তারও আগে জন্ম নেয় নতুন চোখ।
সেই তরুণ চোখ, কৈশোরের চোখকে মুগ্ধ করে দিতে প্রকৃতি সাজে নতুন সাজে।
আক্ষেপ করো না, তুমি আমি আবারও দেখতে পাব তাকে কৈশোরের বিমুগ্ধ চোখে
তার সাথে পাল্লা দিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.