নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

আকাশ ছোঁয়া স্বপ্ন

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১

মন চায় খুব পাখির মত আকাশে উড়তে -
যদি আমার ডানা থাকতো
মন চায় চারকোণা ফ্রেমের ভিতর থাকতে-
যদি কোন আর্টিস্ট মোনালিসার মত
আমার ছবি আঁকত !
স্বপ্নডানার মত আকাশকে ছোঁয়া
স্বপ্নের থেকেও অনেক বেশী কিছু চাওয়া
উড়তে চাই আমি উড়তে চাই
অন্যভাবে যদি আমি-
আকাশে ওড়ার সুযোগ পাই
যদিও পাখির মত আমার ডানা না থাকুক,
হয়তোবা সেই সময় আসবে
পাখি না হয়ে পাখির মতই-
আকাশ আর মেঘের ভিতর
ডানা ছাড়া ভাসবো !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

লেখোয়াড় বলেছেন:
অনেক স্বপ্ন দেখার কবিতা।

আপনার প্রথম পোস্টে ভাললাগা জানিয়ে গেলাম।
ভাল থাকুন নিরন্তর।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ. :-) :-)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: হয়তোবা সেই সময় আসবে
পাখি না হয়ে পাখির মতই-
আকাশ আর মেঘের ভিতর
ডানা ছাড়া ভাসবো
-- দোয়া করি, আপনার এ স্বপ্ন দ্রুত পূরণ হোক!
আপনার প্রথম পোস্ট, বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। কবিতাটাতে প্রথম 'লাইক' দিয়ে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

অশ্রুত প্রহর বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু স্বপ্ন সত্যি হওয়াতে কিছু কারণে অপূর্ণ থেকে যায়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.