নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

স্নিগ্ধ বিকেল বেলা

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭

শেষ বিকেলে আকাশের দিকে তাকিয়ে আনন্দ পাওয়া ,

সে যেন এক অবিকল স্নিগ্ধ ছোঁয়া ।

আকাশের চারদিকে নীল রঙ্গের প্রলেপ দেয়া ,

যেন মুগ্ধ করার মত এক অনাবিল ধোঁয়া।



স্নিগ্ধ বিকেল বেলার মত যদি সবার জীবন এমন হোত ,

সমস্ত চাওয়া-পাওয়ার মাঝে সুখময় প্রহরে বাঁধা যেত।



যদি কখনো স্নিগ্ধময় দিনগুলোর মাঝে-

অমলিন চাওয়া রাখে,

সেই ভিন্নতর দিনগুলোর মাঝে-

পরিপূর্ণ পাওয়া থাকে।



জীবনে অনাবিল স্রোতে কখনই -

কিছু চোখে দেখা যায় না,

আর তার মাঝে সর্বাদিক শূন্যতা-

দিয়ে কিছু লেখা যায় না।



কখনো মেঘ আর কখনো-

বৃষ্টির মাঝে রোদ পরাজিত হয়,

যখনই রোদ পরাজিত হয় -

তখনই সুন্দর প্রহর আবির্ভূত হয়।







***********

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর হয়েছে । পড়ে ভাল লাগলো । :)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ । :-)

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।

শুভেচ্ছা রইল :)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ অপূর্ণ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.