নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

মানুষ কেন এমন হয়?
নিজের স্বার্থে মানুষকে খোঁজে
প্রয়োজন ফুরিয়ে গেলে আবার ভুলে যায়
মানুষ কেন এমন হয়?

স্বার্থ ছাড়া পৃথিবীতে কি আর কিছু নেই?

স্বার্থ যখন হয়
তখন মানুষ খোঁজ খবর লয় ,
স্বার্থ ফুরিয়ে যায়
তখন মানুষের তৃস্না মিটে যায়।

হায়রে এ কেমন স্বার্থতা
যার পিছনে মানুষ ছোটে

তবে কি এই স্বার্থ নামক বস্তুটাই
পৃথিবীর মূল উদ্দেশ্য ?
হয়তো বা তাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সরল সুন্দর কথামালা
ভাবনা গুলি সুন্দর
আমার কাছে বেশ ভাল লেগেছে
লিখুন বেশি বেশি
শুভ কামনা
আমার ব্লগে স্বাগতম

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অশ্রুত প্রহর বলেছেন: মৃত্যুর আগমূহু্র্ত পর্যন্ত লিখে যাব ইনশাআল্লাহ। ঃ)

ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

দীপংকর চন্দ বলেছেন: তবে কি এই স্বার্থ নামক বস্তুটাই
পৃথিবীর মূল উদ্দেশ্য ?


অবশ্যই।
তবে স্বার্থের নেতিবাচক দিক নয়, স্বার্থের ইতিবাচক দিকটাই অাধিপত্য করে পৃথিবীর।

সময় বিশেষে আমরা বিভ্রান্ত হই সম্ভবত! সেই বিভ্রান্তি আবার মুছেও যায় ভালো সময়ের স্পর্শে। দ্রুতই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অশ্রুত প্রহর বলেছেন: পৃথিবীর মানুষের এই পরিক্লপনা আসলেই বোঝা বড় দায়। ঃ)

ভাল সময় পাওয়া খুবই মুশকিল।

যাইহোক
ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

নিলু বলেছেন: স্বার্থটাই সমাজে দন্দের মুল কারন ,

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অশ্রুত প্রহর বলেছেন: হুম সেটাই। ঃ)

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

অনেক শুভেচ্ছা ও শুভকামনা :)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ অপূর্ন । ঃ)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

কলমের কালি শেষ বলেছেন: হুম... :(

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

অশ্রুত প্রহর বলেছেন: ঃ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.