নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি-ভালবাসি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

পৃথিবীর মহৎ লোকের মহৎ বানী,
ভালবাসি ভালবাসি।
সল্পক্ষনের জন্য হলেও -
প্রতিটি মানুষের মুখে একটাই কথা আসে,
ভালবাসি-ভালবাসি।

এই ভালবাসি কথাটির মাঝে-
আসেনা কোন যক্ষা রোগীর ক্ষুককুর-ক্ষুককুর কাশি।
যক্ষা রোগীও কাশির আগে তার প্রেমিকাকে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।

সেই বিখ্যাত গানটির মাঝেও রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দেয়,
এই সুরে কাছে দূ্রে জলে স্থলে বাজায় বাঁশি,
ভালবাসি-ভালবাসি।
ভোরের সোনালী রোদটিও প্রকৃতিকে উজ্জল রূপে হাসিয়ে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।
আর পাখির সুরেও একটি কথাই সবার কানে বাজে
ভালবাসি-ভালবাসি।

হাসান হাফিজের লেখা "চমৎকার শ্ত্রুতা" কবিতায়-
ভালবাসার সাথে আড়ি দিলেও,
বারে-বারে তিনি ফিরে যান একটি কথার মাঝেই,
ভালবাসি-ভালবাসি।

আবার ক্লান্ত দুপুর বেলায় প্রতিটি মানুষ-
তার ভালবাসার মানুষটিকে বলতে চায়,
ভালবাসি-ভালবাসি।
বিকেল বেলার হিমেল হাওয়া বয়ে যাওয়া স্নিগ্ধ ছোঁয়ায়-
একটি কথাই ভেসে আসে,
ভালবাসি-ভালবাসি।

সন্ধ্যা তারার মাঝে স্বপ্ন খোঁজার সাথে উন্মুক্তভাবে-
প্রতিটি মানুষ তার স্বপ্নগুলো্কে-
নির্ভিক সুরে বলে দেয়,
ভালবাসি-ভালবাসি।

আদিকাল থেকে এখন পর্যন্ত সবার মুখে-
একটি কথাই আসে আগে,
ভালবাসি-ভালবাসি।

তাইতো সেই বিখ্যাত গানটি শুনতে,
আজও ভাল লাগে,
ভালবাসি-ভালবাসি।



**********


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আদিকাল থেকে এখন পর্যন্ত সবার মুখে-
একটি কথাই আসে আগে,
ভালবাসি-ভালবাসি।

মন্দ বলেন নি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

অশ্রুত প্রহর বলেছেন: :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: অনেক ভাল লাগল ভাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ । :)
কিন্ত ভাই
আমি তো ভাই না, আমি যে বোন।
হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.