নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

সুরের মায়া

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬



সুরের খেলায় মাতাল হাওয়ায় ভরিয়ে দেয় মন,
সুর তো হয় ছন্দ তারের অবিনার্শ্ব‌ ভ্রমন।
সুরের মায়ায় অচীন পাখি তালের সাথে বাজে,
তালের সাথে তাল মিলিয়ে সুরটি প্রলয় সাজে।

সকাল বেলার রঙ্গিন খেলায় সুরের থাকে প্রান,
বিকেল বেলায় হিমেল হাওয়ায় সুরের আছে ঘ্রান।
সুরের মাঝে আছে যেথায় নদীর তীরের সাধ,
সুরের সাথে বিলীন হয়ে -
মনে যে লাগে মৃনময়ীর কাঁধ।

স্নীগ্ধ ছোঁয়ায় সুরের মায়ায় অমলীন মন্ত্র বাজে কানে,
ধীণ ধীণা ধী্ণ ঢং দেখিয়ে-
সুর যে রঙ্গীন পাজর আনে।

সুরের সাথে জীবন আমার মিলিয়ে গেছে জলে,
এখন সুর ছাড়া যে জীবন আমার -
একটি দিনও না চলে।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :) আপনার জন্যও শুভ কামনা রইল ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩০

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ আপনাকে । :)

৩| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: তুমি যে সুরের আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে!
সে আগুন ছড়িয়ে গেলো সবখানে!

২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩০

অশ্রুত প্রহর বলেছেন: হা হা হা! ভাষা হারিয়ে ফেললাম আপু ।। খুব ভাল লাগিল। আপনার এত সুন্দর বাক্যগুলো শুনে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.