নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

*** বচনামৃত *** -৪

০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৩৯

স্বপ্নগুলোকে আকড়ে ধরুন। কারণ- আকড়ে ধরার মাঝে কিছু স্বপ্ন অবশ্যই পূরণ হবে।



**********



ধৈর্য্য মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি।



**********



নীরব ব্যক্তি কখনই হেরে যায় না।



**********



কারো উপর কোন কাজে জোর প্রয়োগ করবেন না। তাতে আপনি তার কাছে অসহ্যকর ব্যক্তি হয়ে যেতে পারেন।



**********



জীবনে কষ্ট আসবেই। কিন্তু কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হবে।



**********



তুমি যদি শ্ত্রুকে উপকার করতে না চাও তবু তার অপকার করতে যেওনা।



**********



কোন কাজে সাফল্য আসবে কি না একথা ভেবনা। সঠিক কাজ করে যাও সাফল্য একদিন আসবেই।



**********



সুখের খোঁজে থাকুন। একদিন সুখ ঠিকই হাতে ধরা দেবে।



**********



কোন কাজের আগে সময়ের কথা ভেবনা। সময় বলে দেবে কাজকে সম্পর্ন হবে কি-না।



**********



তুমি কাউকে খুঁজতে যেওনা। মানুষ তোমাকে খুঁজে বের করবে।



**********

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ৯:০৬

দীপংকর চন্দ বলেছেন: নীরব ব্যক্তি কখনই হেরে যায় না।

হেরেই গেলাম!!

কারণ, ভালো লাগার প্রকাশ নীবরে হওয়া অনুচিত সম্ভবত!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২

অশ্রুত প্রহর বলেছেন: একদিন হারতে হারতেই জিতে যাবেন। অপেক্ষার প্রহর একদিন ঠিকই শেষ হবে। :)
আপনার জন্য শুভকামনা রইল।

২| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো লাগলো কথাগুলো।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ .. :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৫

মোমেন মুন্না বলেছেন: বেস বেস ভাল :)

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.