নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

রূপকথা

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮



অদ্ভুদ পৃথিবীর মাঝে হারিয়ে যেতে চাই
সেই অদ্ভুদ পৃথিবী যে চাঁদ।
যখন রাত্রি আসে তখন চাঁদটি হাসে
আর হেসে বলে,
তোমায় আমি আমার মাঝে নিয়ে যেতে চাই।

যখনই রাত্রি আসে তখনই যে চাঁদটি হাসে,
চাঁদের এই হাসির মাঝে বুঝে যাই
ও মায়াবী চাঁদ
তোমায় আমি বারে-বারে আমার কাছেই পাই।

আঁধারের মাঝে চাঁদের আলো
যখন গায়ে এসে লাগে,
তখন আমার আগে তোমার ভালবাসা
কেউ পায়না ভাগে।

এই কথাটি শুনে,
চাঁদটি লুকিয়ে এসে
আমায় বলে যে যায় কানে,

অপেক্ষায় থাকো,
সাতদিন পরে ভরা জোছনা রাতে
তোমায় আমি সঙ্গে নিয়ে যাব আমার দেশে।

শুধু একটি কথা মনে রেখ,
সাতদিন পর তোমায় থাকতে হবে
সাগর ঢেউয়ের পাড়ে!

সাদা রঙের কাপড় পরে যখন সমুদ্র পারে গেলাম,
আধা নিশ্বাস ফেলে এত অপেক্ষার পর
ওগো মায়াবী চাঁদ তোমায় আমি পেলাম।

চাঁদ বলল,
আমার দিকে এখন তুমি এক নজরে চাও,
অল্প ক্ষণের মাঝেই
তোমার শরীর থেকে সহস্র তারা ঝরে
নির্জন এই নগরী থেকে তুমি হয়ে যাবে উধাও!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

কল্লোল পথিক বলেছেন: অপেক্ষায় থাকো, সাতদিন পরে ভরা জোছনা রাতে,
তোমায় আমি সঙ্গে নিয়ে যাব আমার দেশে।
দারুন কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

সোজা কথা বলেছেন: ভাল লাগল।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: এতো দাঁড়ি কেন? মোটামুটি লাগল....

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

অশ্রুত প্রহর বলেছেন: আপনার কমেন্ট টি চোখে পরার মত। ধন্যবাদ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯

রাজিয়া সুলতানা বলেছেন: ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ আপু। :)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১০

অগ্নি কল্লোল বলেছেন: বড়ই চমৎকার ধাঁচের কবিতা।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

অশ্রুত প্রহর বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.