নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা প্রহর

অশ্রুত প্রহর

বাস্তবতা বড়ই কঠিন। স্বপ্নের মাঝেই বাস করা উচিৎ। বাস্তবতা বুঝতে গেলেই জীবন অনেক জটিল হয়ে দাঁড়াবে। কিন্তু স্বপ্নের মাঝেই কি বাস করা যায়? :)

অশ্রুত প্রহর › বিস্তারিত পোস্টঃ

কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা

১১ ই মার্চ, ২০১৮ রাত ১:৩১



সন্ধ্যা আকাশে ছড়িয়ে যায়
কখনও মেঘ কখনও বা
জোছনার মায়া,
যেন পরিপূর্ণতার প্রতিচ্ছায়া।
হিসেব মিলিয়ে দেখা যায় আঁধারের কিছু আকাঙ্ক্ষা আছে,
আকাঙ্ক্ষা টা কি?
দীর্ঘ ক্ষণের বর্ষার বরণ।
তবে জোছনার মাঝে বর্ষাকে বরন করতে চাওয়া কি মেনে নেওয়া যায়?
হ্যাঁ! যায়, মেনে নেওয়া যায়।
চাঁদের জোছনায় ভিজতে চাইছি,
হঠাৎ বর্ষার আগমন কেন?
চাঁদের জোছনায় ভিজতে চেয়েছি বর্ষায় নয়।
বর্ষিত বর্ষার চাপে চন্দ্রমা ঢেকে যায়,
কলঙ্কিত হয়ে যায় নিশাকর।
এটাই তমিস্রের অভিপ্রায় ছিল,
অবশেষে ঝড়ের বর্ষণ যে সম্পন্ন হল।
নয়ন শুধু অপেক্ষায় থাকে কখন চন্দ্রমা আবির্ভূত হবে?
অভ্র যে কেটে চলে যেতেই চায় না,
কেন চায় না জানি না,,
হয় তো বা এটাও কোন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: দারুন কবিতা লিখেছেন ।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

অশ্রুত প্রহর বলেছেন: দারুন লাগার জন্য ধন্যবাদ ব্লগ মাস্টার। :)

২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০০

সৈয়দ ইসলাম বলেছেন:
কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক!

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

অশ্রুত প্রহর বলেছেন: বাস্তবায়ন না হওয়াই ভাল। :)

৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

অশ্রুত প্রহর বলেছেন: আপনাকেও জানাই সুন্দর ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.