নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

িজ েচতনা

আমি একজন সাধারন মানুষ

িজ েচতনা › বিস্তারিত পোস্টঃ

কিছু অদ্ভুত এবং মজার তথ্য

০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২২

• পৃথিবীর একমাত্র প্রাণী ডলফিনযে একচোখখোলা রেখে ঘুমায়।



• এর চেয়েও অদ্ভুত প্রাণী হল পিঁপড়া যে কখনও ঘুমায়ই না ।



• জলহস্তি দম বন্ধ করে ৩০ মিনিট একটানা পানির নিচে থাকতে পারে ।



• জিরাফ এমন একটা প্রাণী যার একটিশক্ত লাথিতে নিমেষেই একটি সিংহ মারা যেতে পারে ।



• পৃথিবীর একমাত্র প্রাণী গরু যেটি সিড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে পারে না ।



• তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়া যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে ।



• পৃথিবীর একমাত্র প্রাণী ফড়িং যার কান থাকে হাঁটুতে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

পাস্ট পারফেক্ট বলেছেন: গরুর কথাটা মানতে পারলাম না। গরু হয়তো উলটা ভাবে হেটে নামতে পারবে না। কিন্তু আমি সিড়ি দিয়া সোজা নামতে দেখসি।

২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

হুদাই আল-খুচাই বলেছেন: গরুর বেপারটা আগে থাকেই জানতাম। তাইতো প্রতি কুরবানীর ঈদে দেখা যায় গরুমে ট্রাকে তুলতে কষ্ট যা হয় তার চাইতে বেশী হয় নামাতে। গরু উঠার সময় স্বাভাবিক ভাবে উঠলেও নামার সময় লাফিয়ে লাফিয়ে নামে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.