নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

িজ েচতনা

আমি একজন সাধারন মানুষ

িজ েচতনা › বিস্তারিত পোস্টঃ

হায় হায় বস বাড়ি দিয়েছে!!!!!!!!!

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

আমি একজন বসের আন্ডারে আছি। বস আমাকে ভালবেসে একটি বাড়ি বানিয়ে দিয়েছে। কিন্তু বাড়িটি আমার হতে ৫০০ কিঃমিঃ দূরে। সমস্যা নেই বস একটি গাড়িও দিয়েছে। যাতে আমার যেতে কষ্ট না হয়। যাবার সময় বলে দিয়েছে, তোমার যাত্রা পথে কিছু কিছু জিনিস নিয়ে যাবে। যেমন হাড়ি, পাতিল,থালা, জগ, গ্লাস, চুলা, আগুন ইত্যাদি। আরো বলেছে, সাবধান এগুলো না নিলে কিন্তু টিকে থাকতে পারবে না। গাড়ি বাড়ি সব হারাবে। প্রথমে তোমাকে এগুলো দিয়ে টিকে থাকতে হবে।

গাড়ি চলতে শুরু করেছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গন্তব্যে। আমি গন্তব্যের কাছা কাছি চলে এসেছি। কিন্তু বসের কথা মত কিছুই করা হয়নি। কারণ গাড়িতে অনেক বিনোদনের ব্যবস্থা আছে। সেগুলো দেখছি আর আরামে ঘুমাচ্ছি। অথচ আমার সাথে কেউ কেউ বসের কথা মত কাজ করেছে। এখন আমার যে কী হবে ভাবছি। আবার এও ভাবছি- যা হবার হবে। বসই দেখবে।









৫০০ কিমি দূরে এসেছি। বসের কথা মত বাড়ি ঘর ঠিকই আছে। কিন্তু সামনে ম্যানাজার বসা। ম্যানাজার বলছে-প্রত্যেককে একবেলা রান্না করে আমাকে খাওয়াতে হবে। কিন্তু শর্ত হল কেউ কারো জিনিসপত্র ব্যবহার করতে পারবে না।

যে পারবে সেই এই বাড়ি পাবে। আর যে পারবে না, তার দায়িত্ব আমার কাছে নেই।

তাহলে এখন আমার উপায় কি ???????

প্রশ্ন হল আপনাদের কাছে। উপায় বলে দেন। আমার এখন কি অবস্থা হবে ?





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

লামাজ বলেছেন: মানুষের কাজ না থাকলে যা হয়৤ [ফাউল কনসেপ্ট]

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

িজ েচতনা বলেছেন: আমি বড় কষ্ট পেলাম। কারণ বাংলার বুকে একজনোও কী নেই ? যে এই গল্পের মর্ম কথা বুঝতে পারে। না বুঝে কেবল তারাই মন্তব্য করে, যা মূর্খের শিরমনি।

২| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনই হয়রে ভাই..

ভাল কথার ভাত নাই ;)

কারণ ভোগ আর পূজির পক্ষে যারা তাদেরতো এসবে গায় আগুন লাগে..

হনুরাতো বান্দরের অধস্তন.. তারা মনূষ্য ভাবনায় বিরক্ততো হবেই;) তাদের চাই বান্দর ভাবনা :)

আমাদের পরকালের সঞ্চয়ে আমরা ঐ নায়কের মতোই উদাসীন।

সময় থাকতে মনা হুশীয়ার...

নইলে আক।সেপ করারর সময়টুকুও মিলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.