নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর আত্মার সন্ধানে...

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে।

অদৃশ্য বালক

অদৃশ্য হলেও আমি আপনাদের মাঝেই আছি।

অদৃশ্য বালক › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত বেড়ে ১১!!!

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮



বিস্তারিত কিছুই লিখতে ইচ্ছে করছে না। লিঙ্ক দিয়ে দিলাম... ...

view this link

view this link

তবে শুধু কষ্ট এটা ভেবেই যে, আমরা নাকি উন্নয়নশীল দেশের কাতারে আর আমাদের জীবন যাত্রার মান দিন দিন বাড়ছে!!! যাইহোক, প্রায় প্রতি বছরই দু'একটা এমন ঘটনা ঘটে। কথা হচ্ছে সেখান থেকে যারা সাহায্য নিতে যান তারা ও শিক্ষা নিচ্ছে না আর যারা সাহায্য করতে যাচ্ছেন তারাও শিক্ষা নিচ্ছে না। আপনারা যারা ইফতার সামগ্রী বিতরণ করেন তারা কি শুধু লোক দেখানোর জন্যই করেন? আর যদি তা না হয় তবে কেন যথাযথ লোকবল বা ব্যবস্থাপনা থাকে না?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: এই খবরগুলো দেখে খুব ই কষ্ট লাগে। রমজান মাস এবং ঈদ আসছে সামনে, এই ধরনের খবর তো মাত্র শুরু :(

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৪

অদৃশ্য বালক বলেছেন: সত্যি কষ্টদায়ক ঘটনা। যতদূর মনে পড়ে গত বছরও এমন ঘটনা ঘটেছিলো।

২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব জাকাত বিতরণকারী ঘাতকদের বিরুদ্ধে মন থেকে ঘৃণা জানাই।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮

অদৃশ্য বালক বলেছেন: যাকাত বলি আর দান বলি তা কেন লোক দেখানো হবে? অব্যবস্থাপনার কারনে আর কত প্রাণ যাবে???

৩| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো এত গরীব কেন?

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬

অদৃশ্য বালক বলেছেন: জানিনা ভাই, তবে মাঝে মাঝে মনেহয় আমরা মানসিক ভাবেও গরীব তাই হয়তো... ...

৪| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রাণের মূল্য এতো সামান্য? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

অদৃশ্য বালক বলেছেন: দিন দিন মানুষের জীবনের মূল্য কমছে আর অন্যান্য জিনিসের দাম বাড়ছে। সত্যি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী।

৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

মোগল সম্রাট বলেছেন: চিটাগং এর লোকগুলা কি ইনডিসিপ্লিন সব সময়? কয় দিন আগে কুলখানি খাইতে গিয়া পদদলিত হয়ে মরলো কত লোক এখন ইফতার নিতে গিয়া মরলো

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

অদৃশ্য বালক বলেছেন: হুমম তাইতো দেখছি।

৬| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২৫

নতুন বলেছেন: ঐ মিল মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অদৃশ্য বালক বলেছেন: ঐ মিল মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত। কিন্তু করবেটা কে? আর একবার ভাবুন ঐ পরিবারগুলোর কথা!!!

৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬

জাতির বোঝা বলেছেন: এই সব জাকাত এতো ঘটা করে দেয়ার দরকার কি? রাতে রাতে বাড়িতে বাগিতে গিয়ে গরীব মানুষদের হাতে হাতে দিয়ে আসলেই তো ভাল। নাকি প্রচারণা বেশী পেতে চায়। কথায় বলে - প্রচারেই প্রসার।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

অদৃশ্য বালক বলেছেন:
দুবাইয়ে রোজাদারদের ঘরে সাহ্‌রি পৌঁছে দেবে ড্রোন!!!


আর আমাদের অবস্থা!!!

৮| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:০২

আবু আফিয়া বলেছেন: দু:খজনক,
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন
এমন ঘটনা দ্বিতীয় কোন স্থানে যেন না ঘটে সে ব্যপারে প্রদক্ষেপ নেয়া উচিত।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫১

অদৃশ্য বালক বলেছেন: ভাই কি বলবো দুঃখের কথা এই একই প্রতিস্ঠানের নাকি কয়েক বছর আগে একই ঘটনায় ৮জন মারা গিয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.