নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর আত্মার সন্ধানে...

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে।

অদৃশ্য বালক

অদৃশ্য হলেও আমি আপনাদের মাঝেই আছি।

অদৃশ্য বালক › বিস্তারিত পোস্টঃ

ছাদ ঢালাইয়ে রডের বদলে বাঁশের পর এবার ‘খড়’ দিয়ে রাস্তার কার্পেটিং !!!

২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪



আমরা পারি না এমন কর্ম পৃথিবীতে দুই একটা বাকি থাকলে বলেন তাও করে ফেলবো। কি বলেন আপনারা???

ছাদ ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের কথা অনেকে শুনেছেন কিন্তু এবার হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একটি সড়কে খড় বিছিয়ে কার্পেটিং করার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একজন সাইট অফিসার থাকার পরও ঠিকাদারের এহেন কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

আলোচিত এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের নজরে এলে তিনি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সড়ক পাকাকরণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

বিস্তারিতঃ ছাদ ঢালাইয়ে রডের বদলে বাঁশের পর এবার ‘খড়’ দিয়ে রাস্তার কার্পেটিং !

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেরকে চড়থাপর দেয়া এখন জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে। আসুন, এদেরকে থাপড়াই।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

অদৃশ্য বালক বলেছেন: উত্তম প্রস্তাব "আসুন, এদের থাপড়াই।"
তবে থাপড়ানোর পড়ে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিবেন। কারন এরা সমাজের কীট!!!

২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাইট অফিসার সহ ঠিকাদারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক জরিমানা হিসেবে!

ভিক্ষার থালা হাতে দিয়ে ঐ রাস্তাতেই বসায়া দোয়া হোক।! X((

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

অদৃশ্য বালক বলেছেন: সাইট অফিসার সহ ঠিকাদারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক জরিমানা হিসেবে! আপানর প্রস্তাব ভালো কিন্তু কার্যকর করবে কে?

ভাই যেই পরিমান টাকা কামাই করে রাখছে তাতে তাদের পরবর্তী প্রজন্ম পায়ের উপর পা তুলে খেতে পারবে।

৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে বিজ্ঞান উন্নয়নের প্রমাণ, দেশীয় পণ্য কিনে হও ধন্য। ঠিকাদারকে রাষ্ট্রিয় খেতাবে ভূষিত করে তাকে ঢাকা চিরিয়াখানায় বানরের খাঁচায় আটকে রাখা হোক ।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:০১

অদৃশ্য বালক বলেছেন: ঢাকা চিরিয়াখানায় বানরের খাঁচায় আটকে রাখা হোক, আর আমরা টিকেট কেটে এদের দেখতে যাব।

৪| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: এত পরিমাণ উন্নয়ন যে খালি চোখে দেখা মুশকিল ………

স্যাটেলাইট থেকে ধারন করতে হবে

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:০৪

অদৃশ্য বালক বলেছেন: স্যাটেলাইট থেকে ধারনকৃত কয়েকটা নতুন ছবি দিলাম ।
১৪৭ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা বালিয়ামোড়ে উন্নয়ন মুলক কাজ চলছে!!!






৫| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে কি সিভিল ইন্জিনিয়ারিংএর কেউ নাই?
খড়ের উপকারিতা জানা দরকার।।X(

@"মোহাম্মদ সাজ্জাদ হোসেন
@"বিদ্রোহী ভৃগু
ভাই, আমি মারপিট ভাল পারি! চলেন ঐ সালাদের ধরে থাপড়াই..X(
হারামিরা দেশটাকে শেষ করে দেবে।।X(

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩২

অদৃশ্য বালক বলেছেন: ব্লগে সিভিল ইন্জিনিয়ারিংএর কেউ থাকলেও মনে হয় না সাড়া শব্দ করবে।

আপনাকে থাপড়ানো কমিটির সভাপতি করা হলো, যেখানেই পাবেন থাপড়াবেন।

৬| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর ভেজাল কাজ করে জনসাধারণের টাকা লুট করছে প্রশাসনের অংশ গ্রহনের মধ্য দিয়ে; এখানেও ক্রস-ফায়ারের দরকার।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

অদৃশ্য বালক বলেছেন: এখানেও ক্রস-ফায়ারের দরকার, সময়ের দাবি।

৭| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

হাঙ্গামা বলেছেন: গলিত বিটুমিনের ড্রামে ফেলে দেয়া দরকার এদেরকে X(

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

অদৃশ্য বালক বলেছেন: আমার মতামত, ওদের খড় দিয়ে পেচিয়ে মমি বানানো হোক!!!

অবশ্য আপনার কথাও খারাপ না।

৮| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"হাঙ্গামা
চলেন ঐ সালাদের খড় খাওয়াই!!X(

@"চাঁদগাজী
হাসিনা আপার কাছ থেকে অনুমতি নিন। গুলি করা জন্য আমি রেডি...X(

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

অদৃশ্য বালক বলেছেন: মন্ডল ভাই খেপছে রে......

৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

রিফাত হোসেন বলেছেন: এরা বলে মুসলিম! হেহেহে হাসি পাচ্ছে! জনগনের আমানত খেয়ানত করছে...

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩

অদৃশ্য বালক বলেছেন: ভাই এখানে মুসলিম অমুসলিম বা ধর্ম কোন ইস্যু না। নগনের আমানত খেয়ানত করছে এটাই বড় কথা।

১০| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

অর্থনীতিবিদ বলেছেন: এদেরকে দোষ দিয়ে লাভ নেই। একটা রাষ্ট্রের শাসকগণ যখন দুর্নীতির মধ্যে ডুবে যায় তখন তাদের অনুসারীগণতো একই কাজ করবে।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

অদৃশ্য বালক বলেছেন: অর্থনীতিবিদ অর্থনীতিবিদের মতোই উত্তর দিয়েছেন

১১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

একদম_ঠোঁটকাটা বলেছেন: আহা এমন করেন কেন ? হয়ত নতুন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে :D যেটা আপনি জানেন না ।

http://www.somewhereinblog.net/blog/endomthotkata/30241092

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮

অদৃশ্য বালক বলেছেন: আসলেই আমরা কত বোকা!!!

১২| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: চাঁদগাজী বলেছেন:
৪৭ বছর ভেজাল কাজ করে জনসাধারণের টাকা লুট করছে প্রশাসনের অংশ গ্রহনের মধ্য দিয়ে; এখানেও ক্রস-ফায়ারের দরকার
একমত
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ভাই, আমি মারপিট ভাল পারি! চলেন ঐ সালাদের ধরে থাপড়াই..X(
হারামিরা দেশটাকে শেষ করে দেবে।।X( আমিও আছি X(

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

অদৃশ্য বালক বলেছেন: থাপড়ানো কমিটির সভাপতি মন্ডল ভাইয়ের সাথে যোগাযোগ করে থাপড়ানো শুরু করেন।

১৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: উন্নয়নের মহাসড়ক বানানোর জন্য খড় লাগে ভাই :-B

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

অদৃশ্য বালক বলেছেন: এইবার উন্নয়নের মহাসড়কে কয়টা গরু ছেড়ে দিলেই হয় কি বলেন?

১৪| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতদিন অফিসারগুলোরে জেলের ভাত না খাওয়ানো হবে ততদিন এগুলো ঠিক হবে না...

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯

অদৃশ্য বালক বলেছেন: হক কথা বলছেন।

১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:০২

ভুয়া মফিজ বলেছেন: 'এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে, আমার জন্মভূমি'
কবি যাদ জানতেন, উনি কি লিখছেন!!!!!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

অদৃশ্য বালক বলেছেন: কবি হয়তো ঠিকই লিখেছেন, আমরাই ব্যর্থ!!!

১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে---
খুব কষ্ট হয় এসব দেখলে।
কেন যে এই দেশে জন্মালাম!!!

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

অদৃশ্য বালক বলেছেন: রাজিব ভাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। সবই কর্ম দোষ!!!

১৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৫

রিফাত হোসেন বলেছেন: রিফাত হোসেন বলেছেন: এরা বলে মুসলিম! হেহেহে হাসি পাচ্ছে! জনগনের আমানত খেয়ানত করছে...
২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩ ০

লেখক বলেছেন: ভাই এখানে মুসলিম অমুসলিম বা ধর্ম কোন ইস্যু না। নগনের আমানত খেয়ানত করছে এটাই বড় কথা।
---------

কিভাবে এখানে ইস্যু নয়? একজন ঈমানদার মুসলিম দাবীদার মানুষের তো পরকালের তাগিদে জনগনের আমানত খেয়ানত তো করার কথাই না উল্টো যাকাত, সহযোগীতা করে রাষ্ট্রের উন্নতি করার কথা।

কিন্তু এরাই রাষ্ট্র ধর্মকে করেছে মুসলিম, দেশ চালাচ্ছে, ঈদ ও ইত্যাদি ধর্মীয় আচার পালন করছে। পরকালের জবাবের চিন্তা থাকলে, দেশ এই রকম থাকত না।
এই কারণেই আমার এই সব ঈমানদার মুসলিমদের কথা ভাবলে হাসি পায় আর খারাপও লাগে যারা পরকালের চিন্তা করে না ও দায়িত্বকে অবহেলা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.