নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

অতনু কুমার সেন

সংক্ষেপে নিজের সম্পর্কে মূল্যায়নঃ ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! একটু introvert টাইপের। স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্জের মত স্বপ্ন দেখে যাই। স্বপ্ন দেখি আকাশ ছুবো, মেঘের ভেলায় উড়ে যাব, নিজের রঙে রাঙ্গিয়ে দিব, সত্য ও সুন্দরের আলো ফোটাবো। জানিনা পারব কি ব্যর্থ হবো। চেষ্টা তবু করেই যাবো।

অতনু কুমার সেন › বিস্তারিত পোস্টঃ

আতংকের মাঝেও বিনোদনের খোরাক যোগায় যেসব সংবাদঃ

২৫ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৮

***কোয়ারান্টাইনে থাকা ইতালি প্রবাসি সড়ক দূর্ঘটনাই
আহত! (সমকাল)

*কোয়ারেন্টিন কেন্দ্রের ভেতরে ঢুকে ছবি তোলায় ১৪
দিনের কোয়ারেন্টিনে সাংবাদিক।

*ধামরাইয়ে কোয়ারেন্টিন সেন্টার থেকে ২৮টি সিলিং
ফ্যান চুরি।

*মাস্ক না মাক্স - এই নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

*দূরত্ব বজায় রেখেই মদের দোকানের বাইরে ক্রেতাদের
লাইন।

*মাস্ক পড়া অবস্থায় শ্বশুরকে চিনতে না পারায় সিগারেটের আগুণ চেয়ে অপমানিত হলো মেয়ের জামাই।

*করোনার টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারক আটক।

*হ্যান্ড স্যানিটাইজার ছাড়া ঘুষের টাকা নিতে চাচ্ছেন
না সরকারি কর্মকর্তারা।

*কার মাস্ক টেকসই - এই নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ।

*sarcasm এর রাণী, সে যে আমার জন্মভূমি-বানীতে
জনৈক উকিল সাহেব।

*স্যানিটাইজার ঢালতে গিয়ে ফেলে দেয়ায় কাজের
বোয়াকে মেরে ঘর থেকে বের করে দিছে নোয়াখালীর
এক স্কুল শিক্ষিকা।

*মিরপুরে লকডাউন বাড়িটি দেখতে শতশত মানুষের ভিড়।

*নবীগঞ্জে এক প্রবাসীকে রাখা হয়ছে কোয়ারান্টাইনে, একনজর দেখার জন্য পাঁচ শতাধিক মানুষের ঢল, হিমসিম খাচ্ছে পুলিশ।

*রাজবাড়িতে করোনা নিয়ে তর্কের জেরে সংঘর্ষ, নিহত ১!

*বরিশালের এক হাসপাতাল থেকে দৌড়ে পালানোর সময়
করোনার রোগীকে পিছন হতে ধাওয়া করেন চার যুবক,
ধরে কাঁধে করে নিয়ে আবার ভর্তি করিয়ে দেন
হাসপাতালে! চার যুবকের এমন বীরত্ব দেখে ওই চার
যুবককে কাঁধে করে এলাকায় আনন্দ মিছিল করেছে দুই-
আড়াইশ মানুষ।


---কালেক্টেড

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজব হলেও বাস্তব খবর।

কী হবে অথবা কী হচ্ছে কেউ জানে না। আমিতো ডরেভয়ে দরজাই খুলিনি প্রায় এক সপ্তা। (সত্য বলছি। কাল আমার এক সপ্তা হবে গৃহবন্দি হয়েছি।)

২| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৭:১৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । :D

৩| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আজ থেকে প্রায় ১৩শ বছর আগে অামাদের প্রিয় নবী হজরত মোহাম্মাদ (সা.) পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন।

৪| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৩

রাশিয়া বলেছেন: আজ থেকে ১৩০০ বছর আগের সন ছিল ৭২০ খ্রীস্টাব্দ। আমাদের প্রিয় নবী গত হয়েছেন তারও ৮৮ বছর আগে ৬৩২ খ্রিস্টাব্দে। তিনি তাহলে কিভাবে কোয়ারেন্টাইনের ধারণা দেন?

৫| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫

পদ্মপুকুর বলেছেন: =p~ =p~ =p~

৬| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫২

করুণাধারা বলেছেন: মহা আতঙ্কের মাঝেও বিনোদিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.