নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই কিছু লিখেত চাই

মনুআউয়াল

মনুআউয়াল › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, মৌলবাদের বিজয়ের পদধ্বনি

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

ব্লগারদের তথা মুক্তচিন্তার কর্মীদের উপর চলছিল হামলা,মামলা, সবর্শেষ যুক্ত হলো গ্রেপ্তার।মৌলবাদীদের শারীরিক আক্রমণের পাশাপাশি এখন শুরু হয়েছে রাষ্ট্র এবং সরকারের আক্রমণ। গ্রেপ্তার হওয়া তিন ব্লগারকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।রিমান্ডে নিয়ে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ থেকে শুরু হয়েছে । ব্লগার এবং অনলাইন লেখকদের বাকরুদ্ধ করে ফেলার চক্রান্ত শুরু হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে ডিবির পশ্চিম ও উত্তর বিভাগের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’ নামে, সামহয়্যারইন ও নাগরিক ব্লগে ‘শয়তান’ এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লেখালেখি করেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহয়্যারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লেখালেখি করেন। আর সুব্রত শুভ সামহয়্যারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লালু কসাই’ ছদ্মনামে লিখতেন। প্রকৃতিবাদে বিশ্বাসী এই ব্লগাররা ইন্টারনেটে বিভিন্ন ব্লগে তাঁদের লেখালেখির মাধ্যমে ইসলামসহ বিভিন্ন ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করে আসছিলেন। প্রমান সরুপ তিনি তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া হওয়া কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক কথা বলেন।গোয়েন্দাদের দাবি, গ্রেপ্তারকৃতরা ছদ্মনামে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ।গ্রেপ্তারকৃত ব্লগাররা সামহয়্যার ইন ব্লগ এবং আমার ব্লগে লিখতেন৷ এই দুটি ব্লগ প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কোন তথ্য কখনোই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের কাছে চায়নি এবং তারাও কোন তথ্য কাউকে জানায়নি৷তাহলে গোয়েন্দা পুলিশ কোন ধরনের কারিগরি তথ্যের ভিত্তিতে ব্লগারদের গ্রেপ্তার করেছে। না গ্রেপ্তারকৃত ব্লগারদের দিয়ে নতুন কোন জর্জ মিয়া নাটক সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। বিচিত্র এই দেশে একদল নাস্তিক বলে আর একদল জেলে ভরে।দেশটা মনে হয় ধর্ম ব্যবসায়ীদের অভয়ারন্যে পরিণত হতে যাচ্ছে। সরকার মনে হচ্ছে তথাকথিত হেফাজতে জামায়াত ইসলামের কাছে আতাত করছে ।এখানে মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোন অপরাধ নয়। গ্রেফতারকৃতরা কোন ধর্মীয় উপসনালয় ভাংচুর করেনি। ওরা কোন বসতবাড়ি, দোকানপাট, যানবাহনে আগুন দিয়ে মানুষ খুন করেনি এবং লুটপাটে জড়িত নয়।ওরা কোন নারীকে ধর্ষনও করেনি।

তাই স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কে উদ্দেশ করে বলতে চাই ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের শাস্তি দেওয়া নামে কোন ধরনের জর্জ মিয়া নাটক সাজানো হলে ব্লগাররা সমাজ তা মানবে না।তাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানায়।গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া হোক

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

Toriqul বলেছেন: বাক স্বাধীনতার নামে যদি ৯০% মুসলমানের দেশে কেউ সেই মুসলমানদের ধর্ম নিয়ে কটুক্তি করে তাদেরকে সাহসী বলতেই হবে।
তাই বলে ৯০% মুসলমানকে কাপুরুষ ভাবার কোন কারন নেই।

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০

মনুআউয়াল বলেছেন: গ্রেপ্তারকৃতরা যে, মুসলমানদের ধর্ম নিয়ে কটুক্তি করেছে এই রকম কোন প্রমান আছে আপনার কাছে।না জর্জ মিয়া নাটক সাজিয়ে সত্যিকার অপরাধীদের বাচানোর চেষ্টা হচ্ছে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫

নষ্ট ছেলে বলেছেন: পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি!

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫

মনুআউয়াল বলেছেন: পুরানোরা আর চিরদিন থাকেন না তাই নতুন রা আসে। অনেক সময় পুরান পাগলের থেকেনতুন পাগলে ভাত বেশি পায়।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

দীপ ইসলাম বলেছেন: কোন কাপুরুষ থামাতে চাইছে
আমার কন্ঠ ধ্বনি ?
কোন সে দালাল আমার সাথে
আজ করে রাহাজানি ?
ছাড়ব না আমি আমার লেখনি
হঠবনা আমি পিছু ;
অপমান আর গ্লানি সয়ে আমি
করব না মাথা নীচু।
কেমন সাহস তোমার এখন
আমায় দেখাও ডর ;
লোহার শিকল হাতে পড়িয়ে
রুখছ কন্ঠস্বর।
সেই আশা আর পূরণ হবে না
তুমি হবে নিস্ফল ;
এক এক করে আওয়াজ তুলেছে
প্রতিবাদী শতদল।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

দীপ ইসলাম বলেছেন: আমরা কোনো ধর্মের প্রতি অবমাননা মেনে নেবো না। কিন্তু যাচাই-বাছাই না করে তালিকা প্রকাশ করে কোনো ব্লগার- লেখককে
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার জীবনকে মৌলবাদীদের হুমকির মুখে ঠেলে দেয়ার সরকারী প্রচেষ্টা আমরা মেনে নেবো না।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মনুআউয়াল বলেছেন:
আপনাকে অনেক অনেক
ধন্যবাদ

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

Khokon বলেছেন: কয়েকজন ব্লগারকে রিমান্ডে নেয়া হয়েছে। এটা একটা স্বাধীন রাষ্ট্রে খুবই লজ্জার বিষয়। না - আমরা চীন কিংবা ইরানে বসবাস করছি না। আমরা ব্লগারদের জীবনের নিরাপত্তা চাই

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মনুআউয়াল বলেছেন: ব্লগারদের জীবনের নিরাপত্তা চাই

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

রয়াজ বলেছেন: গ্রেফতার তো না মানুষের সামনে একটু পরিচিত করা.

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মনুআউয়াল বলেছেন: আপনি এরকম পরিচিত হতে চান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.