নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই কিছু লিখেত চাই

মনুআউয়াল

মনুআউয়াল › বিস্তারিত পোস্টঃ

Xam__গেল_সাথে_মেয়েটিও_গেল‬

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৯

কাল সকাল এ biology এক্সাম। আজ রাত এ বই নিয়ে না বসে fb তে বসে আছি friendz দের কাছে suggestion নিয়ে পড়তে বসবো ৷ কিন্তু হঠাৎ দেখি সেই ‪#‎মেয়েটির‬ message...........
মেয়েটি কে আগে যখনই fb তে active দেখতাম তখনই msg দিতাম । কিন্তু কখনই বিশেষ কোন reply পাইনি । তার কাছ থেকে আজ অবদি মনে হয় ৩ টি woard ই reply পেয়েছি ।
-‪#‎what‬
-‪#‎why‬
-‪#‎but‬
এই তিন খানা reply বাদ দিয়ে আর কিছু এসেছে বলে আমার মনে নাই । তাই নিরাশ হয়ে অনেক দিন knock করি না।
আজ সে knock করেছে । তার কাছ থেকে msg দেখে আমিতো আনান্দে আত্মহারা ৷কিন্ত পর মুহুর্তেই মনে হল মনে হয় ভুল করে চলে এসেছে । তাই msg টি seen করে reply না দিয়ে বের হয়ে এলাম ।
কিন্তু এ কি দেখি আবার msg ।
"‪‎ki_করেন‬ "
এই বার আমি reply দিলাম ।
আমি: মনে হয় ভুল করে এই id তে msg দিলেন
মেয়েটি : না আপনাকে কেই দিয়েছি । ঠিকই আছে ।
আমি :বলুন কি উপকার করতে পারি ?
মেয়েটি : কেন কোন দরকার ছাড়া কি আপনাকে knock করতে পারি না ?
আমি :কেন পারবেন না । ( একটু আবেগি হয়ে )
মেয়েটি : আপনি কি আমার উপর রাগ করে আছেন ?
আমি : আরে না কি যে বলেন । আপনার উপর রাগ করতে পারি ।
মেয়েটি : না আসলে .................................
--------------------------------------------------------------------------------
এই ভাবে ৪/৫ টা msg চালাচালি করার পর মেয়েটা আমকে যা দিল তা অনেক টা আকাশের চাদ হাতে পাওয়ার মত ।
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
মেয়েটি ঃ +880 ১৭###### । This is my number call me ‪#‎now‬ .
আমি ঃ এখনি call দিব এত রাতে ।
মেয়েটি ঃ তুমি যদি এখনি call না দাও তাহলে জীবনে তোমার সাথে আর কথা বলব না ।
আমি ঃ wait এখনি call করছি ।
আমি মনে মনে করলাম এ তো বিনা মেঘে বৃষ্টি পাত । মেয়ে যখন নিজেই বলছে তখন আমার call করতে ক্ষতি কি ।
তাই চট fb থেকে বের হয়েই call option এ গেলাম nb call দিতেই দেখি ৷ মেয়ে voice. শুনে মনটা আমার খুশি তে ভরে গেল । first word "‪#‎এই‬" । কিন্তু এর পর যা শুনলাম তাতে মেযাযটা একে বারে খারাপ হয়ে গেল । শুনলাম
"এই call টি করার জন্য আপনার account a যথেষ্ট পরিমান balance নাই । দয়া করে Recharge করুন । "
Option থাকলে হইত বলেই ফেলতাম আপনার আমার উপর দয়া করুন । এই call টি করতে দিন । ধার নিব সে উপায় নাই । সেই কাজ আগেই সেরে ফেলেছি ।
এখন frndz দের উপর মেযায খারাপ হচ্ছে হেবি আকারে । শালা গুলা set টাকা ভরে না । আর আমার set এ টাকা থাকলেই হয় । বলবে dst set টা দে তো একটা call করি । আর এক বার call দিলে balance শেষ না হওয়ার আগে কোন ছাড়াছাড়ি নাই ।
ঘড়িতে সময় তখন ২ a.m. এত রাতে এখন Flexi লোড কোথায় পাবো ৷ তাই বাধ্য হয়ে বাপের set টা নিয়ে এক frnd kase phn করলাম। ও থাকে ওর মামার বাড়িতে । মামার আবার ‪#‎ফ্লেক্সি‬ লোড এর business আছে ৷ ফোন করলাম first time ধরল না । 2nd time ধরল । সালাম দিল । Bt যেই নাম বললাম । সেই ওর মন্ত্র ভান্ডার থেকে কিছু ‪#‎মন্ত্র‬ পাঠ করে সুনালো আমাকে । এত রাতে phn দেওয়া জন্য ।
যাই হক ওকে কোন রকম manage করে । set a টাকা ভরলাম । আর বললাম কাল xam দিয়ে বের হয়ে আগে তোর টাকা শোধ করে দেব ।
Phn টা রেখেই phn delam মেয়েটাকে । Recive করে
মেয়েটি ঃ ১০ মিনিট ধরে wait করছি এত সময় লাগে call করতে । যাও কথা বলব না তোমার সাথে ।
আমি ঃ i am so sorry । আসলে আমার ৩/৪ টা moblie তো ৷ যেটা দিয়ে সবাইকে call করি ঐ টা খুজে পচ্ছিলাম না । তাই late হল ।
মেয়েটি ঃ ohhhh! তাই ৷ কোন ব্যাপার না ।
আমি ঃ তুমি রাগ করনি না তো ৷
মেয়েটি ঃ না । একদমি রাগ করি নাই । আচ্ছা শোন...............
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
এই ভাবে কথা বলতে বলতে দেখি কখন
৫ঃ৩০ বেজে গেছে ।
মেয়েটি ঃ যান এখন রাখি । আমার খুব ঘুম আসছে
আমি ঃ ok. যান কাল phn করবো তমাকে ।
মেয়েটি ঃ bye ........ Bye..... ‪#‎সোনা‬ ।
আমি ঃ bye.....bye..... ‪#‎পাখি‬ ....
বলে phn টা রেখে দিলাম । phn রাখতেই মনে হল কাল to xam.... Suggestion ও নিলাম na কিছু পড়লাম ও না ।
তারপর ভাবালাম এখন আর সময় ও নাই আর জেগে থেকে পড়ার মত energy ও নাই । তাই প্রতিদিন এর মত পাশের মেয়ে টার খাতা দেখেই লিখে দিব । এখন কষ্ট করে পরে আর লাভ নাই ।
পরের দিন সকাল ৯ঃ৩০ উঠে ফুরফুরে মেযায নিয়ে গেলাম xam দিতে । Hall এ question পাওয়ার সাথে সাথে দেখি frndz দের আকখক্ষপ । কারোর এটা common বাধে নাই to কারর ঐটা ৷
কিন্তু আমার সব ‪#‎common‬ ছিল। কারন পাশের মেয়ে টার কাছে sob common । তাই question paper পড়ার আর প্রয়োজন বোধ করলাম না । পাশের জনের খাতা zerox copy করতে লাগলাম । bt মন আমার xam hola কিছু তেই বসছে না । মাথয় একটা চিন্তা ই ঘুর ঘুর করছে । বের হতে হবে এই খান থেকে phn করতে hobe ওকে ৷
এই ভেবে একটু অন্যমনষ্ক হয়ে পাশের জনের খাতা দেখে লিখতে লিখতে লাগলাম । Sir এর দিকে আমি দৃষ্টি পাত না করলেও sir আমার দিকে ঠিকই দৃষ্টি পাত করলেন এবং আমাকে ডাক দিলেন কাছে ।
বুঝতে পারলাম এই বারই আমার জায়গা chage করে দিবেন।
Sir ঃ বাবা, তুমি যে ওর খাতা দেখে লিখছো এটা তো অপরাধ ।
আমি ঃ জি sir ।
Sir ঃ তাইলে তুমি স্বীকার করছ । Tumi অপরাধি ।
আমি ঃ জি sir ।
Sir ঃ তাহলে এখন কি আমার তোমার খাতা নিয়ে নেওয়া উচিত না ?
আমি ঃ জি sir. উচিত । বলেই ‪#‎খাতা‬ টা sir এর হাতে দিয়ে xam hall হতে বের হয়ে আসলাম
আমি বের হয়ার সময় এক বার পেছন ফিরে তাকালাম দেখি sir সহ পুরো class আমার দিকে তাকিয়ে আছে । এমন একটা অবস্থা তারা যেন first time আমাকে দেখছে ।
So what. আমি sir কে । মনে মনে একটা thnx যানালাম । cause আমিও এটাই ceasilam -----
যাই হোক । Hall থেকে বের হয়ে mobile টা বের করে চাপলাম *566# দেখি আছে মাত্র ১৩•০৩ টাকা । তাই দৌড়রে আসাদ গেটের ফ্লেক্সি load এর দোকানে যেই ১০০ টাকার card নিলাম আর একটা । frnd কে দেব বলে যে Taka টা এনেছিলাম সেটাও শেষ ৷
টাকা ভরেই call দিলাম । Call দিলাম শুনতে পেলাম
" আপনার dial কৃত number টি এই মুহুরতে ‪#‎ব্যাস্ত‬ আছে । "
কয়েক বার try করলাম একই case....
ভাবলাম হয়তো কোন close frnd এর সাথে মনের কথা । মানে আমার কথা বলছে তাই ভেবে মনটা আমার আনান্দে নেচে উঠল ৷
Clg থেকে বের হয়ে যেয়ে দড়াটানাতে চা এর দোকানে বসলাম এক frnd কে নিয়ে । আধা ঘন্টা পর আবার call দিলাম ।
নাহ এখন number busy........ এত কিসের কথা ........ Phn করা বাদ দিয়ে fb তে login করলাম । দেখি online আছে কিনা কিন্তু এটা কি হল ৷
-
এটা কি দেখলাম । msg inbox a. ডুকে দেখি মেয়ে msg গুলার পাশে ‪#‎picture‬ নাই । লেখা ‪#‎fb_use‬-er.
Profile এ ডুকতে যেয়ে দেখি ....... কিছুই দেখা যাই না ।
বুঝতে আর বাকি রইল না । আমি
Fb তে -block.
Mobile- black list.
মাথা আমার কাজ করা বন্দ হয়ে গেল । Frnd r phn টা থেকে call দিলাম । দেখি ‪#‎waiting‬ e আছে ।
একটু পরে recive করে
মেয়ে ঃ Hello , কে বলছেন ?
আমি ঃ আমি বলছি .....
মেয়ে ঃ আমি কে ? Ohhh বুঝতে পেরেছি ।
আমি ঃ জানতে চাছিলাম কেন...... (বলতেই আমাকে থামিয়ে দিয়ে )
‪#‎মেয়ে‬: #কারন_আগের_দিন_আমার_bf_এর_সাথে_অনেক_ঝগড়া_হয়েছিল__তাই_ও_যেন_আমার_mobile_a_call_দিয়ে_আমার_number_waiting_পাই_এবং_যে_ভাবে_আমি_অন্য_কোন_ছেলের_সাথে_কথা_বলছি_এবং আমাকে হারানোর ভয়ে আমার সাথে আর ঝগড়া না করে এই ভেবে তোমাকে কাল কল করতে বলেছি এবং ঠিক তাই হয়েছে ও আজকে সকালে আমর কাছে মাফ চেয়েছে । ওয়াদা করাছে আর এরকম korbe ।
আমি ঃ কিন্তু আমিতো ভেবেছিলাম .....
মেয়ে ঃ তুমি কি ভেবেছ .... ‪#‎_don‬'t_care...
আমি ঃ কিন্তু ....
মেয়ে ঃ কোন কিন্তু নই । ami আমার ‪#‎bf‬ এর সাথে কথা বলছি । আমাকে distrub কর না ...........
............ ‪#‎Don‬'t call me again ‪#‎bye‬.
বলেয় phn টা রেখে দিল । Phn টা রাখতে এই মনে হল । আমার upor দিয়ে 220 volt এর electricty প্রবাহিত । heart beat দেয়া off করে দিল । হাত থেকে চা এর cup টা পরে গেল ।
চুপা বসে থাকলাম কিছু সময় । আমার frnd আমার condition টা বুঝতে পেরে আমাকে বোঝতে শুরু । কিন্তু অবুঝ মন তো তা মানতে নারাজ ।
সেদিন খুব ভাল করে বুঝতে পারলাম এই জীবনে #৪ টা জিনিষ আমাকে দিয়ে হবে না
১. ‪#‎বাপ্পি‬ লেহেরির চোখ দেখা ।
২. ‪#‎আটা‬, ময়দা বাদে এই দেশের রাস্তায় মেয়ে দেখা
৩. ‪#‎Xam‬ এ ভাল result করা ।
৪. ‪#‎নিজের‬ পাশে একটা gf পাওয়া ।
তখনি মনে মনে প্রতিজ্ঞা করলাম । আর যাই হোক আজ থেকে ‪#‎gf‬ এর চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলব । আর লেখ-পড়াতে মন দিব। এই মনঃভাব এমন serious ভাবে নিলাম যে এটা brek করা । অসম্ভব আর এতোটাই ipmossibe যে হইতো ‪#‎আনন্ত_যলিল‬ এই impossible কে possible করতে পারবে না।
যাই হোক ৷ দুঃখ , ভারাক্রান্ত মন নিয়ে চা এর দোকান এর বাইরে এসে দাড়াতেয় প|শে থাকা বন্ধু আমার বলে উঠল
বন্ধ ঃ মামা ‪#‎পাখিটা‬ দেখ কি সুন্দর ।
আমি দেখব না । মাথা নিচু করে দাড়িয়ে থাকলাম । কিন্তু হারামিটা ঠিকই দেখল পাখিটাকে । এক বার দেখার পর আমি আর চোখ সরাতে পারললাম না । ও বলল
- চল number টা নিয়ে আসি ।
আমি ঃ #চল ........
আবার শুরু হল সেই খোজ যা চলছে চলবে ......
কিন্তু সেই বার first Nd last time clg xam a অকৃতকাযর্ হয়ে । বন্ধুদের সহিত "v" sine সহ সেলফি upload দিতে পারি নাই ।
বিশেষ দ্রষ্টব্য: ঘটনাটি সম্পূর্ন কাল্পনিক । এটি কোনভাবেই personal life এর সাথে related না . আমরা এটি নিয়ে কোন রাজনীতি না করি ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২০

দ্য েস্লভ বলেছেন: সত্য না হলেও এরকম ঘটনা বেশ কমন হয়ে পড়েছে। এতে সময়,টাকা,স্বাস্থ্য নষ্ট হচ্ছে। মেধার সঠিক ব্যবহার কমে যাচ্ছে। পড়ে ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.