নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই কিছু লিখেত চাই

মনুআউয়াল

মনুআউয়াল › বিস্তারিত পোস্টঃ

পয়লা বৈশাখের দিন টিএসসি তে কি ঘটেছিলো। প্রত্যক্ষদর্শীর বর্ণনা (ভিডিও)

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

সন্ধ্যে ৬টার দিকে, টিএসসির মোড়ের সামনে; প্রচুর ভিড় তখন। এমন সময় মাইক্রোবাসের সামনে জটলা দেখে এগিয়ে যায় লিটন নন্দীসহ কয়েকজন । জটলার ভেতর থেকে উদ্ধার করা হয় একটি মেয়ে আর তাঁর স্বামীকে । ২৬-২৭ বছরের মেয়েটিও নববর্ষের শাড়ি পড়ে ঘুরতে বের হয়েছিলো স্বামীর সাথে। সেখান থেকে যখন তাঁকে উদ্ধার করা হয় গায়ে কোন শাড়ি ছিল না মেয়েটির। স্বামীকে মারা হচ্ছিল বেধড়কভাবে। সম্ভ্রম বাঁচাতে উদ্ধারকারীদের মধ্যে একজন মেয়েটিকে তাঁর গায়ের পাঞ্জাবী খুলে পড়িয়ে দেন । শূয়োরের বাচ্চাগুলোর একজন তখন বলছিলো এমন দৃশ্য আর পাওয়া যাবে না। ভিডিও করেন তাড়াতাড়ি।

ঘটনা ২: ছোট ছেলে আর মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলেন টিএসসিতে। যা নিয়ে বাসায় ফেরত গেলেন কল্পনাও করেন নি তিনি । গ্যাংদের হাতে যখন পড়লেন তখন তিনি চিৎকার করে বলছিলেন.."ভাই,আমার সাথে আমার বাচ্চা আছে ,আমাকে ছেড়ে দেন" ।

এমন আরও অনেক ঘটনাই গতকাল ঘটেছে গতকাল টিএসসিতে। ১৫-২০ জনের কম করে হলেও ৫-৬ টা গ্রুপ ছিল গতকাল টিএসসির আশেপাশে । হতভাগ্য মেয়েগুলোকে ঘিরে উচ্চস্বরে বাজানো হচ্ছিল ভুভুজেলা আর্তচিৎকার যাতে বাইরে শোনা না যায় ।

১৯টা সিসিটিভি ক্যামেরা , তারপরও আমাদের পুলিশ বাহিনীর হাতে কোন প্রমাণ নেই, কোন বেজন্মা ধরা পড়ে নি । ধরা পড়েছিলো যে কজন তাদের ছেড়ে দেয়া হয়েছে। ক্ষোভ আর লজ্জায় চোখের জল আটকাতে পারছিলেন না অনেকে।

এখনও বিশ্বাস করতে পারছি না এগুলো ১৯৭১ সালের নয় , এই ২০১৫ সালের স্বাধীন বাংলাদেশের ঘটনা ।



সংগৃহীত



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


জানা যাবে, কারা এসব করছে বাংলাদেশে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

মনুআউয়াল বলেছেন: আমার মনে হয়।২০০১ সালের ঘটনার কোন বিচার হযনি

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

কেএসরথি বলেছেন: এসব থেকে কি আমরা কোনদিন বের হয়ে আসতে পারবনা?

যখন ১ জন মানুষ এসব করে, সেটাকে আমরা সেই ১ জনের দোষ হিসেবে চালাই। কিন্তু যখন একই সাথে ৩০-৪০ জন মানুষের একটা গ্রুপ, একই কাজ করে, সেটা কি প্রমান করে??

একজন আম্প্যায়ারের ভূল ডিসিশনে বিরুদ্ধে সারা দেশ জেগে উঠে - অথচ হাজার হাজার মানুষ দাড়িয়ে দাড়িয়ে দেখল, কেউ মেয়েগুলোকে বাচাতে পারল না?

সারাদিন সানি-লিওন আর শিলার জাওয়ানি দেখতে দেখতে আমাদের মগজটাই প্রোগ্রামড হয়ে গেছে। তাই কোন মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছা করে।

**** বাচ্চা রা।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

মনুআউয়াল বলেছেন: সময় রূখে দাড়ানোর কিন্তু আমরা হয়ত দাড়াবো না।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪

নতুন বলেছেন: মানুষের লজ্জা আছে... কিছু জানোয়ারের লজ্জা নাই..... :(

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

মনুআউয়াল বলেছেন: জন্তু জানোয়ার লজ্জা আছে ভাই। এদের তা ও নেয়

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

তপ্ত সীসা বলেছেন: ভীষন লজ্জা নিয়া ভিডিওটা দেখলাম। ভীষন লজ্জা নিয়া। এই ভাইয়ের কথাগুলা ভীষনভাবে কস্ট দিলো এই প্রজন্ম নিয়া। ওইখানে হাজার হাজার মানুষ ছিলোনা, পশু ছিলো।

নন্দীভাই, আপনারে আমিপারলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়া দিতাম। এই দেশের সব আবাল চেতনা পোন্দাইয়া আপনারে নেতা হিসেবে দেখতে চাই।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: কি বলবো বুঝতে পারছি না। এতোটা নিচে কিভাবে ওরা নামতে পারে? ওরা কি মানুষ? ওরা তো জানোয়ার। পশুর দল।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪

মুদ্রাগণক বলেছেন: অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় প্রক্টর বিষয়টিকে কোন গুরুত্বই দেয়নি৷ আর পুলিশ ঘটনাস্থলে থাকার পরও সক্রিয় হয়নি৷সবার াগে পুলিস আর প্রক্টর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

কুকুরগুলোর ভিডিও ফুটেজ,মোবাইলে তোলা ছবি আর প্রত্যক্ষ্যদর্শীদের সাক্ষ্যে আসুন তাদের খুজে বের করি।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

মুদ্রাগণক বলেছেন: টিএসসিতে যৌন হয়রানি: আমরা কি কুলাঙ্গারদের খুঁজে বের করতে সাহায্য করতে পারি না?

৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

তাওহিদ আহমেদ বলেছেন: kicho bolar nai.

৯| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

সাইলেন্ট পেইন বলেছেন: ঐ কুত্তা রুপী অমানুষ গুলোর বিচার হতেই হবে।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

হাসানস০০৭ বলেছেন: প্রশাসন কে ধোলাই দিলেই সব ঠিক হয় যাবে। ধান্দাবাজ গুলা যেখানে টাকা দেখে সেখানে যায়। প্রথমেই পকেটে তাকায় .।.।.।.।.।.।.।।।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

ইয়াকুজা বলেছেন: কিছুই বলার নাই। শুধু আফসোস যে আমিও এই দেশের মানুষ।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

মুদ্রাগণক বলেছেন: অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় প্রক্টর বিষয়টিকে কোন গুরুত্বই দেয়নি৷ আর পুলিশ ঘটনাস্থলে থাকার পরও সক্রিয় হয়নি৷সবার াগে পুলিস আর প্রক্টর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

কুকুরগুলোর ভিডিও ফুটেজ,মোবাইলে তোলা ছবি আর প্রত্যক্ষ্যদর্শীদের সাক্ষ্যে আসুন তাদের খুজে বের করি। View this link

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯

ব্লগার মাসুদ বলেছেন: ওরা আসলে মানুষ রুপী পশু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.