নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই কিছু লিখেত চাই

মনুআউয়াল

মনুআউয়াল › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ইসরায়েলের ‘বাংলাদেশী দূত’ দাবি করেন এই যুবক

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৪


ইসরায়েলি গণমাধ্যমের ভাষায়, ২৫ বছর বয়সী বাংলাদেশী মুসলিম তরুণ চিকিৎসক সাদমান জামান তার ইহুদি হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। একজন ইহুদিবাদী ও ইসরায়েলপন্থি হয়েও বাংলাদেশী পাসপোর্ট নিয়ে তিনিই প্রথম প্রকাশ্যে ইসরায়েলে প্রবেশ করলেন।

শুধু মুসলিম বিশ্বই নয়; মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে দেখে বিশ্বের অনেক দেশই। কেউ কেউ ইসরায়েল রাষ্ট্রের বৈধতা স্বীকার করে না। ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিয়ে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আরবদের ওপর নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল।

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যায়। এ কারণে সাদমান দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার হবে। নিজেকে ইসরায়েলের ‘দূত’ দাবি করেন এই চিকিৎসক। তিনি বলেন, ‘আমি নিজেকে ইসরায়েল, ইহুদি জনগণ এবং যারা ইসরায়েল ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছে, তাদের একজন দূত মনে করি।’



তার ভাষায়, ‘আমি এমন এক দেশ থেকে এসেছি, যেখানকার মানুষ বিশ্বের ইহুদিবিদ্বেষীদের মধ্যে অন্যতম। বাংলাদেশী নাগরিকদের জন্য ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ। ইসরায়েল সফর করতে চাওয়ায় আমার অনেক বন্ধু কারাগারে রয়েছে। কিন্তু আমার কোনো সংশয় নেই, কারণ আমি নিজেকে একজন ইহুদিবাদী মনে করি।’

বিশ্ব ইহুদিবাদী সংগঠনের একজন অতিথি হিসেবে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলে প্রবেশ করেন সাদমান। আমন্ত্রিত অতিথি হিসেবে ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবনেও গিয়েছেন তিনি। ইহুদিবাদী এই চিকিৎসক বলেন, ‘আমি একজন ইহুদিবাদী হিসেবেই বেড়ে উঠেছি। বাংলাদেশে আমাকে ইহুদিদের ঘৃণা করতে শেখানো হতো। কিন্তু আমার দাদা ছিলেন প্রথম ইহুদিবাদী। তিনি আমাকে ইহুদি ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেন।’

২০১৬ সালে বাংলাদেশ থেকে প্রথমে ব্রিটেনে যান সাদমান। সেখান গিয়ে তিনি ইসরায়েলের ভিসা চান এবং পেয়ে যান। এরপর চলে যান ইহুদিবাদী দেশ ইসরায়েলে। সেখানে গিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন সাদমান।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪

অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক আগে এই খবর টা ভাইরাল হয়েছিলো

তবে আমি তার হেদায়তের জন্য দোয়া করতে পারি এতটুকু

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫

মুচি বলেছেন: শুধুই সুযোগ-সুবিধা পাওয়ার জন্য এরা ইসরায়েলি হয়েছে। আসলে সে একজন সুশীল (নাস্তিক)। সারা বিশ্বে ইহুদিরা অনেক সুযোগ-সুবিধা পায়, ইসরায়েলিদের প্রভাব ব্যাপক। এদেরকে ফোকাস না করাই ভালো। এরা তৃতীয় শ্রেণির নাগরিক।

৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

নতুন বলেছেন: উনি অবশ্যই এই দেশে জীবনে আসবেন না। কারন অনেকেই চাপাতি ধার দেওয়া শুরু করেছে এই খবরে।

এরা সুবিধাবাদী.... তবে যার যা ইচ্ছা সে করতে পারে, তাতে কারুরই কিছু বলার নাই।

সে তো কারুর ক্ষতি করছেনা।

৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: :-&

৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

প্রথমকথা বলেছেন: আল্লাহ্‌ সাদনানকে হেদায়েত দান করুন। কিছুই বলার নেই।

৬| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

বোববুরগের বলেছেন: Firstly, Israel issues it's visa on a white piece of paper because many Arab countries refuse to let someone enter with Israeli visa on their book, so he won't have any problems when he visits Bangladesh as he won't have to show that white paper to Bangladeshi immigration. Same applies for US citizens. Secondly, what's wrong with him becoming Jewish? His choice he made it happen why do you care? Do you pay for food or living? Thirdly, England France and USA created Israel after WWII because they didn't wanted to let the European Jews in their country. Anti semitism was rampant back then. Lastly, God almighty created all humans equally and only he reserves the right to judge on judgement day. Who are you to fuel hatred towards God's creation? Muslim Hindu Buddhist Christian Jewish Sikh atheist doesn't matter, we are all created equally and we don't have the right to judge each other. We have the right to worship God almighty however way we want. He will judge us and his judgement will only affects us individually. So stop spewing hate, stop dividing people, and please stop judging others for their religious beliefs. It's none of your goddamn fucking business

৭| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

ঢাবিয়ান বলেছেন: নিজেদের নাস্তিক হিসেবে প্রচার করে বহু ব্লগার ইউরোপে পাড়ি জমিয়েছে। এখন এই পোস্ট পড়ে অনেকেই এই উপায়ে ইস্রাইলে গিয়ে ইহুদি হতে চাইবে।

৮| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

স্পার্টাকাস৭১ বলেছেন:
@বোববুরগের সেইড মোর দ্যান পারফেক্ট!

৯| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

দিলের্‌ আড্ডা বলেছেন: ছেলেটা এ জাতির শত্রু।

১০| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কয়টা ট্যাকার লোভে মানুষ ঈমান বিক্রি করে! ছিঃ

মীর জাফরও সিংহাসনে বসেছিল। কিন্তু মহাকালে এতই ঘৃণা জমেছে- কেউ সন্তানের নাম মীর জাফর রাখে না
দুনিয়ার সাময়িক লোভে লালসায় পেড়া এতো নতুন নয়। তাদের জন্য দুনিয়াতেও লাঞ্চনা
পরকালের শাস্তিতো রয়েছেই।

১১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মুরাদ পাভেল বলেছেন: হেদায়াতের জন্য দোয়া করছি

১২| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাফিজ বিন শামসী বলেছেন:

সাদমানের কথা অনুযায়ী ছোট বেলা থেকেই তাকে ইহুদি বিদ্বেষী হওয়া শিক্ষা দেয়া হয়েছে। তার ছোট বেলা আর কত আগের? বড় জোর পঁয়ত্রিশ- চল্লিশ বছর।ইহুদিরি ১৯৪৮ থেকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে। আর তখন থেকেই আমাদের মধ্যে ঘৃণার জন্য।

১৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নাই। আগাছা পরিস্কার হইছে...

১৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


অস্বাভাবিক, আগাছা

১৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ তাকে হেদায়েত দান করুন।আমিন

১৬| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৭

কেএসরথি বলেছেন: তাকে দেখে আমার ভয়ংকর রকম ফ্রড মনে হচ্ছে।

১৭| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:২৮

পবন সরকার বলেছেন: আল্লাহ তাকে হেদায়েত দিন

১৮| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:৩২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মীর জাফরের মত সাদমান নাম মনে হয় আর কেও রাখবে না।

১৯| ২০ শে মে, ২০১৮ রাত ৩:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সেখানে গিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন সাদমান।
এটা ফালতু কথা বলে মনে হয়।

আমার জানা মতে ইহুদী ধর্ম গ্রহন এত সহজ না। অনেক কঠিন পর্ব পার করেও অনেকে পারেনা। ইহুদীরাও এসব চায় না।

ইসরাইলে বাংগালী এর আগেও অনেকে গেছিল। আমি কোন সমস্যা দেখিনা।
নাসারাদের দেশে নাগরিকত্ব নিলে সমস্যা নেই।
ইহুদী দেশে সমস্যা। ভালই।

২০| ২০ শে মে, ২০১৮ ভোর ৫:৪৭

বোববুরগের বলেছেন: @হাসান কালবৈশাখী its not like our Muslim "brothers" are giving us citizenship. They would rather rape our working sisters and paralyze our working brothers, because you know, we are not really humans. I thank God almighty for these নাসারা and ইহুদী people.

২১| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:২০

সনেট কবি বলেছেন: তার সরকার কারা?

২২| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪

ক্স বলেছেন: সে কারও ক্ষতি করছেনা ঠিক আছে, কিন্তু অনেকের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে সে। যেসব সুযোগ সুবিধা সে ভোগ করবে, তা অনেককেই লোভী করে তুলতে পারে। তাছাড়া সে একটা গ্রুপ তৈরি করে ফেলতে পারে, যার কাজই হবে ইহুদী সম্প্রদায় সম্পর্কে আল্লাহ্‌র রাসূল (স) যে সমস্ত ভবিষ্যৎ বাণী করেছেন, তা সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা।

২৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ফলাফল শূন্য।

২৪| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তার জন্য হেদায়েত কামনা।

২৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: আখিরাতের ভয় যাদের মনে আছে তারা তখনো ইসলাম ধর্ম ত্যাগ করবে না। যারা বর্তমানে বিশ্বাসী তাদের এমনটা করা স্বাভাবিক।

২৬| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখন একটা সম্প্রদায়ের মধ্যে এমন একটা প্রবনতা এসেছে যে, ইসলাম বিদ্বেষি কিছু বলে পশ্চিমা দেশে পাড়ি জমানো অথবা সুবিধাজনক কিছু আদায় করা। :(

২৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

বলেছেন: দিনশেষে সবাই সুবিধাবাদী X(

২৮| ২১ শে মে, ২০১৮ রাত ১২:২১

টোনাল্ড ড্রাম্প বলেছেন: পচা দুর্গন্ধময় কোন কিছু বেশি ঘাটাঘাটি করলে আরো দুর্গন্ধ বের হয় তাই এগুলোকে মাটি চাপা দেয়া অর্থাৎ না ঘাটাই শ্রেয় কারণ এতে পরিবেশ নষ্ট হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.