নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

উদাস আকাশ

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

উদাস আকাশ ডাকে আমায়
সঙ্গী হতে 'আয়রে'
প্রাণের মেলায় হাসি খেলায়
লগ্ন বয়ে যায়রে।।

শুভ্র সাদা ওড়না মেলে
চলে মেঘ বালিকা
কালো কেশের আঁধার পিঠে,
কণ্ঠে রোদের মালিকা।
আপন মনে কে যে জানে
কোন সে গান ও গায়রে।।

দখিন হাওয়ায় ঢেউ খেলে যায়
মাঠের রাজকুমারীরা,
আকাশ পাড়ে পাখনা মেলে
সাদা বকের সারিরা।
মনে আমার দোল দিয়ে যায়
মন্দ উদাস বায়রে।।

ছড়িয়ে দিলাম মনের মাঠে
কল্পনারই রং সব
পাহাড় ডাকে নিবিড় মায়ায়
হাতছানি দেয় অর্ণব
ঐ দূরাকাশ পাড়ি দেবো
মেঘের ভেলায়রে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হায়রে!
চোখের সামনে মন মাতানো প্রকৃতি হাজির করলেন কবি।
হারিয়ে গেলাম মেঘের ভেলায় ভেসে অজানা দিগন্তে।
ভাল লাগল। ভাল থাকুন।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

টুটুল বলেছেন: ভাইয়া আপনার লেখাও সুন্দর হয়। আমার ভালো লাগে।

ভালো থাকবেন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: মেঘ বালিকা ফিরে আসবে।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

টুটুল বলেছেন: রাজীব, আসুক। আপনাকে নিয়ে ফোটগ্রাফি করতে যাবো।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.