নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ধর্মের লোকদের জন্য ষাড় বা বলদ গরু খাওয়া হালাল মনে করি

২৮ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৫


পোস্ট কি বিষয়ের উপরে লেখা সেটা পোস্টের শিরোনাম দেখেই আমাদের বোঝা হয়েগেছে নিশ্চয়,তাই পোস্ট
পড়ার আগেই সকলকে অনুরোধ করছি লেখার বিষয় বস্তু না বুঝলে কোন কমেন্ট বা অহেটুক ক্যাচাল করবেন না।
যাই হোক পোস্টের মূল বিষয় আলোচনায় চলে যাই ।
হিন্দু ধর্মের লোকদের বলছি আপনি চাইলে গরুর মাংস খেতে পারেন । তবে সেটা ষাড় বা বলদ গরু হতে হবে।
ঘটনা ক্রমে কথায় কেন জানি না আজ কয়েকদিন যাবত আমার মনে একটি প্রশ্ন জাগতে ছিল,আর সে প্রশ্নটি ছিল হিন্দু
ধর্মের লোকেরা কেন গরুর মাংস খাননা ?
আর সে কারনেই আমার চেনা জানা কয়েক জন পরিচিত হিন্দু লোকদের প্রশ্ন করেছিলাম আপনারা কেন গরু মাংস খাননা ?
তাদের ভিতরে কেউ কেউ বলেছেন জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছি বাপ চাচা দাদারা কেউ খাননা তাই আমরাও
খাই না,আমাদের ধর্মে নিষেধ আছে গরুর মাংস খাওয়া।
আবার কেউ কেউ বলেছেন গরু দুধ দেয় আর আমরা সে দুধ খাই বলে গরুর মাংস খাই না। এক কথায় আমরা যার দুধ খাই তার
মাংস খাই না।
যাই হোক প্রিয় ব্লগ পাঠকরা আমি এদের মুখে শোনা ছাড়াও বোঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি হিন্দু ধর্মের লোকেরা কতিপয়
গরুর দুধ পান করেন বলে মাংস খান না,তারা গরুকে মা ভাবেন বা মা মনে করেন,মায়ের সমতুল্য চোখে দেখেন । এটা ভালো কথা।
যদি সে দৃষ্টিতে তারা গরুর মাংস না খেয়ে থাকেন,তাহলে আমার প্রশ্ন হলো বাঁচ্চা দেয় গাভীন গরু বা নারী গরু আর দুধও দেয় নারী
গরুতেই । আর আমরা মুসলীম ধর্মের লোক সহ অন্যান্য যে সকল ধর্মের লোকেরা গরুর মাংস খাই তারা অনেকই পারতো পক্ষে
সহজে নারী গরুর মাংস খাইনা ।
কিন্তু বলদ গরু বা ষাড় গরুতো বাচ্চা বা দুধ দেয়না সে দিক থেকে বিবেচনা করলে হিন্দু ধর্মের লোকেরা ষাড় গরু বা বলদ গরুর মাংস খেতে
পারেন।
আর যদি তারা গরুকে মা ভেবেই থাকেন সেইদিক থেকে বলছি দেখুন,মানুষ মানুষই আর পশু পশুই।মানুষ আর পশু কখনই এক হয় না।দেখুন আমরা যখন শিশু ছিলাম তখন আমরা কাঁদলেই মা বুঝতে পারতেন আমাাদের নিশ্চয়ই খিদে পেয়েছে তাই কাঁদছি আর মা
সঙ্গে সঙ্গে তার বুকের দুধ আমাদের পান করানোর জন্য ব্যস্ত বা আকুল হয়ে পড়তেন ।আর একটি পশুর সামনে একটি শিশু কাঁঁদতে
কাঁদতে মরেও যদি যায় তবু কি সে পশু সে মানব শিশুটির মুখে ঢেলে দিবে তার বুকের দুধ?

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৪

সোহানী বলেছেন: ওরা খাওয়া শুরু করলে দেশে গরুর মাংস ৫০০০ টাকা কেজি হবে......!!!!!!!!!

২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: সব থেকে বড় কথা হলো আপা ওরা যখনি খাওয়া শুরু করবে তখনি এটার মর্মটাও বুঝবে । সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ আপা ।

২| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:০৯

পরিব্রাজক২০১৫ বলেছেন: শুধু এটাই কারন না । গরুর মাংস না খাওয়ার আরও অনেক কারন আছে।

২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: সেই ঘুরে ঘারে দেখবেন একই কথা দাঁড়াবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩০

blogermassud বলেছেন: আসল রহস্য কি ?

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সেটাই জানার চেষ্টা করছি।

৪| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৫২

ফারগুসন বলেছেন: ভাল পোস্টের জন্য ধন্যবাদ।


২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টি নিয়ে খূঁজতে গিয়ে এই লিংক পেলাম....

গরু নিয়ে কি না হচ্ছে ভারতে। কিছুদিন আগে উত্তর প্রদেশের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাক নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আর পাথর ছুড়ে হত্যা করা হয়।
হিন্দু জনসমষ্টি গো মাংস খায় না। গো হত্যা ও গো মাংস খাওয়াকে তারা পাপ হিসেবে গণ্য করে। এ প্রসঙ্গে আমরা হিন্দু ধর্মীয় অনুশাসনে গরুর অবস্থান সম্পর্কে আলোকপাত করতে পারি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে আসলেই কি গরু খাওয়া হিন্দু ধর্মে নিিষদ্ধ??? স্বামী বিবেকানন্দ বলেছেন, "এই ভারতবর্ষেই এমন এক দিন ছিল যখন কোন ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোন সন্ন্যাসী, রাজা, কিংবা বড় মানুষ বাড়ীতে আসতেন, তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। (Collected works of Swami Vivekananda, Advaita Asharama,1963, Vol III, page 172)। ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসেবে সায়না চার্যের নাম বিখ্যাত। তাঁর আগেও বিভিন্ন ভাষ্যকার, যেমন স্কন্দস্বামী, নারায়ণ, প্রমুখ ঋগ্বেদের ভাষ্য করেছেন।
ভাষ্যকর আচার্য সায়ন লিখেছেন তার অনুবাদে, "You (O Indra), eat the cattle offered as oblations belonging to the worshippers who cook them for you. (Atharvaveda 9/4/1)"
.
"হে ইন্দ্র গ্রহন কর সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে।" নিচের স্ক্রীনশটে দেখুন -

---
https://www.istishon.com/?q=node/18816

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর ও সময়উপযোগী মন্তব্যের জন্য।

৬| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:২৯

কলাবাগান১ বলেছেন: ধর্মান্ধ রা ই অন্য ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেয়

চিহ্নিত ব্লগার আবার প্লাস ও দেয় এই সমস্ত 'ওরা-আমরা' বিভাজনের পোস্টে.....

এখন এক হিন্দু ধর্মান্ধ এসে ১০ টা কারন দিয়ে বলবে যে মসুলমানদের যেটা খাওয়া ধর্মে নিষেধ সেটা কেন খাওয়া উচিত

পোস্টে মাইনাস

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টে মাইনাস দিয়েছেন তাতে আপত্তি নাই।
পোস্টের বিষয় বস্তু আরো একবার ভালো করে ভেবে দেখুন এখানে কোন ধর্মকে ছোট বা বড় করে দেখা হয়নি।
আচ্ছা ভালো কথা তাদের ধর্মের যে কিতাব, সেখানে কোন স্থানে কি এ বিষয় কিছু লেখা বা নিষিদ্ধ আছে কি ?

৭| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৪

নাঈমুর রহমান আকাশ বলেছেন: নিম্নবর্ণের হিন্দুরা যে গরু খায় এটা জানেন?
অবশ্য এই তথ্য পত্রিকায় পড়া। বাস্তবটা আমি জানি। ভারতে এতো হইচই দেখে "হুজুগে বাঙালী" নাচন শুরু করেছে। মজার ব্যপার হলো এটা কেবল একটা বিশ্বাস। হিন্দুধর্মে খাওয়া নিয়ে এতো বাধাধরা তবে তা মানে এমন লোক প্রায় নেই। অন্তত বাংলাদেশে তো নেই বলা যায়।
আমার স্কুলজীবনের কথা, বেশ কয়েকজন হিন্দু বন্ধু আমার সাথে টিফিনের গরুর কাবাব ভাগাভাগি করে খেয়েছে, মজা লাগে তাই। বলেও নিয়েছিলাম এটা কিসের মাংস, তবুও কোনও ভাবান্তর ছিলো না। খালি একজন বললো, মুখে বলার দরকার নেই। অনেকে শুনলে আবার খারাপ মনে করবে।
যে দেশে যে নিয়ম। এখন বাংলাদেশে হোটেলে শূকর রোস্ট করা হলে আপনার কাঠমোল্লা দল কি করবে, ইসলামের হেফাজতে সুপ্রিম কোর্টের মূর্তি নিয়ে যা করেছে তার পুনরাবৃত্তি নয় কি? অথচ বিদেশে সেটা করা হয়। চীনে তো কুকুর রোস্টও পাওয়া যায়। মুসলমানরাও অহরহ খায়, ওই একই কারণ, বেশ সুস্বাদু।
অন্যধর্মকে সম্মান করতে শিখুন, নিজের ধর্মের জন্যও সম্মান পাবেন।

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টের বিষয় বস্তু আরো একবার ভালো করে ভেবে দেখুন এখানে কোন ধর্মকে ছোট বা বড় করে দেখা হয়নি।
আচ্ছা ভালো কথা তাদের ধর্মের যে কিতাব, সেখানে কোন স্থানে কি এ বিষয় কিছু লেখা বা নিষিদ্ধ আছে কি ?

৮| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

পদ্মা_েমঘনা বলেছেন: অাপনার ভাগ্য ভাল এখনো ....বাগানদের গুরু গাজী মনে হয় অাপনার পোষ্টের সন্ধান পায় নাই ! B-)

২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আসুক দেখি কি বলে ?

৯| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: উলে জাদুরে। উম্মা :<

১০| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা কি ধরণের পোষ্ট দিলেন ভাই!! আপনি কি যুক্তিতে এমন পোষ্ট দিলেন সেটাই বুঝতে পারলাম না!!
ছেলে মানুষী যুক্তি যদি একজন ব্লগার দেখান তাহলে তো বলতেই হয় ফেসবুক অনেক ভালো! এমন পোষ্টের কারণে সামু ব্লগে ভিউয়ার কমে যাচ্ছে দিনদিন!!


আপনি কি মনে করবেন সেটা আমি ভাবছি না, আপনি নিজের ধর্মকে কতটা অন্তরে পোষেন সেটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে।



২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিও বুঝলাম না ।

১১| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১

নিগূঢ় বলেছেন: অনেক দিন পর একটা সাজানো গোছানো পোষ্ট পরলাম ৷ দারুণ লিখেছেন ৷ কিছু কিছু মানুষের মাথায় প্রসেসিং ক্ষমতা কম ৷ তাই না বুঝে মন্তব্য করে ৷ যাইহোক পোষ্টে +++++++++

২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

১২| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পো‌স্টের কাউন্টার পোস্ট হ‌তে পা‌রে মুসলমানরা শুক‌রের মাংস খে‌তে পা‌রে(নাউজু‌বিল্লাহ)। তারা (সবাই) একটা বিশ্বাস থে‌কে গরুর মাংস খায় না। আমা‌দের বলার কিছু নেই। ত‌বে মুসলমান‌দের গরু খাওয়া‌তে তা‌দের বাধা দেয়া উ‌চিত নয়...

২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: কুরআনে স্পষ্ট বলা হয়েছে শুকর খাওয়া মুসলমানদের জন্য হারাম ।কিন্ত তাদের কিতাবে কোথায় লেখা আছে গরু মাংস
খাওয়া যাবে না ।

১৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ১১:০০

কলাবাগান১ বলেছেন: আপনার লাইফের মটো:

অসাম্প্রদায়িক নেতা জাস্টিন ট্রুডোকে আইডল হিসাবে জানবেন আর গোপনে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানো পোস্টে এসে প্লাস দিয়ে যাবেন ..বাহ বেশ ..এই হল এদের আসল রূপ।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৭

ব্লগ সার্চম্যান বলেছেন: বুঝি না পোস্টের প্লাস আপনার মাথায় কেন বাড়ি দিল ?

১৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

কানিজ রিনা বলেছেন: আসলে ছোট কাল থেকে যারা যা খায়না
সে খাবারে ঘৃনাও থাকে।
কুকুর শুকুর মুসলমান খায়না ধর্ম মতে।
তার উপর ঘৃনাও যথেষ্ট।
হিন্দুদের ধর্মে গরু খাওয়ার অনুমতি আছে বা
নাই। সেটা বড় কথানা। ওরা পরিবার থেকে
যে খাবার ঘৃনা করে আসছে এটাই মুখ্য।
ভারতে মহা রাষ্ট্র পিংক শহরে মানশিংহের
শহরে কোনও আমিশ জাতীয় খাবার পাওয়া
যায়না এমনকি মুসলিমরাও কোনও আমিশ
খাবার খায়না। কোনও হোটেলেও মাছ মাংশ
পাওয়া যায়না।
সব গরু মহীশের দুধের ছানার সবজী।
আর মানুয যা খেতে অভ্যস্ত না।
তা ঘৃনা করা সাভাবিক।
ভারতেরই অনেক এলাকায় হিন্দুরা গরুর মাংশ
খায় এখন তা বন্ধ।
সরকার আইন করেছে। তয় মনে লয় ওরা
যখন গাভী গরুকে মা ডাকে সেই হেতু ষাঁঢ়
গরুকে বাবা ডাকা উচিৎ।
আসল কথা ভারতের উগ্র হিন্দু ঠেকাতেই
মুসলিমদের গরু খাওয়া বন্ধ।
এটাই হোল আসল কারন নিম্ন শ্রেনীর উগ্র
হিন্দুরা গরু খায়না তাই মুসলমানরা খাবেনা।
ভাল একটা যুক্তি তুলেছেন তাই ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮

হয়ত তোমারই জন্য বলেছেন: আপনার ষ্টাটাসের মনব্যএরকম ঃহিন্দু ধর্মের লোকদের বলছি আপনি চাইলে গরুর মাংস খেতে পারেন । তবে সেটা ষাড় বা বলদ গরু হতে হবে।এটা আপনার ব্যাক্তিগত অভিমত আর কয়েক জনের সাথে আলাপ করেই সমাধান দিয়ে ফেললেন?
আপনার এই সমাধান টা যদি এত সহজ হত৷ তাহলে, সেই বিশাল জনগোষ্ঠী অনেক আগেই গরু খেতেন ৷ ধর্ম হল যার যার ব্যাক্তিগত বিশ্বাস এবং মননের ব্যাপার সেটাকে কটাক্ষ না করাই উওম ৷

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এত কষ্ট লাগে কেন ? যখন গরুর মাংস খাওয়ার দায়ে ভারত মুসলমান মাইরা ফেলে তখন আপনাদের এ দরদ থাকে কোথায় ?

১৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কে কি খায় বা না খায় তা’ নিয়ে চিন্তা করে আমার মাথা নষ্ট করার দরকার কি? আমি চাই ভারতেও হিন্দুরা মুসলমানকে গরুর মাংস খেতে বাধা প্রদান না করুক। কারণ গরু তাদের কাছে মা হলেও মুসলমানের কাছে নয়। আর যদি মুসলমান মনে করে এতে ফিতনা সৃষ্টি হবে তবে তারা না হয় গরু না খেয়ে জানে বেঁচে থাকুক। তারা বরং সেই মাংস খেতে পারে যা খেলে হিন্দুরা মাইন্ড করবে না।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ১২:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: তথ্যবহুল যুক্তিসহ পোস্ট।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো সেই সংগে কিছু কমেন্টসও ভালো লেগেছে। তবে একটা কথা না বললেই নয় তা হলো- হিন্দু ধর্মের কোথাও গোমাংস খাওয়া নিষেধ নেই কিন্তু তাই বলে আমরা তাদেরকে কটাক্ষ করতে পারিনা। তাদের বিশ্বাসকে শ্রদ্ধা করতে হবে তবেই সমাজে সদ্বভাব তৈরী হবে সেই সংগে তাদেরকেও অন্য ধর্মের প্রতি সম্মান জানাতে হবে। তবে কিছু অসভ্য ধর্মান্ত উগ্র হিন্দু আছে যারা গরুকে মা বানিয়ে পুজা করছে এবং মানুষকে পশু বানিয়ে পিটিয়ে হত্যা করছে তাদের প্রতি রইল ঘৃণা ভরা থু থু।



ভালো থাকুন নিরন্তর । ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার এই পোস্টে আপনার এ কমেন্টটি শ্রেষ্ঠ কমেন্ট হয়েছে ।

১৯| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৬

হয়ত তোমারই জন্য বলেছেন:

এত কষ্ট লাগে কেন ? যখন গরুর মাংস খাওয়ার দায়ে ভারত মুসলমান মাইরা ফেলে তখন আপনাদের এ দরদ থাকে কোথায় ?
আপনিই বা দরদ দেখীয়ে কতটা এগীয়ে থাকলেন?উপরের ছবিটি দেখুন ছেলেটির বয়স মাত্র ৭বছর অথছ সে সুইসাইড স্কোয়াডের সদস্য ৷কি ভাবে বলতে পারেন ?তাকে এটাই বোঝানো হয়েছে মৃত্যুর পরেই তার আবার পুনজন্ম হবে এগুলী লেখা আছে কোরআন শরিফে অথবা হদীসে নাই তো তাইনা? ইরাকে আফগানীস্থান কত হাজার মুসলীম মারা যাচ্ছেন প্রতিবছর ।মারছেন কারা শধু কি আমারিকান রা তার সাথে মুসলীম তাবেদার সরকার জরীত আছে সেটা দেখুন একবার ৷আপনার পাশের দেশ পাকিস্থান এ ইউ এস এর ড্রোন হামলায় কতজন মারা যাচ্ছেন তার খবর নিয়েছেন কখনো ৷এতগুলো মৃত্যুর
দ্বায় কার লিখুন তাদের নিয়েও কিছু ৷ব্লগে আর ফেসবুকে হিন্দুরা মাংস কেন খায়না গরুর মুত্র কেন খায় এনিয়ে আপনাদের কত দরদ, আপনর নিজ ধর্মে অনেক সমস্যা আছে সেগুলী নিয়ে আলোচনা করুন ৷আল্লাহ মেহেরবান গেয়ে গেয়ে কোমর দোলানো মেয়ে তো আমাদের দেশের মুসলীম ময়েই তাইনা ?যেই পোষকে আল্লামেহের বান গাইলেন সতবার আল্লাহ কে অপবিত্র করাহল কৈ সেখানে তো আপনার ৴আপনাদের দরদ দেখলাম না ,আমাদের দেশে শিশুও ধর্ষণ হয় ধষক কি মুসলীম নয় ৷একটা শিশু ধর্ষণ হয় তাকে জিজ্ঞাসা করা হলে বলে আমাকে ব্যাথা দিছে এইতো আমরা মানবিক ৷আসলে এই সব লেখায় আমরা মজা পাইনা তার চেয়ে ভারত তথা হিন্দুদের নিয়ে লিখলে অনেক মজা পাওয়া যায় এটাই বাস্বব সত্য ৷
বিদ্রঃ -ফেইস বুক আর ব্লগে লেখা একনয় আপনি ব্লগে যখন লিখবেন আলোচনা সমালোচনা হবে প্রত্যেকে তাদের নিজস্ব মাতামত ব্যাক্ত করবেন সবটাই মনপুত হবে এমন টা নয় ৷ আপনি ভুল অন্যরা ঠিক এমন টা নয় ৷ধন্যবাদ ৷

২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: =p~

২০| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১১

হয়ত তোমারই জন্য বলেছেন: @নিগূঢ় বলেছেন: অনেক দিন পর একটা সাজানো গোছানো পোষ্ট পরলাম ৷ দারুণ লিখেছেন ৷ কিছু কিছু মানুষের মাথায় প্রসেসিং ক্ষমতা কম ৷ তাই না বুঝে মন্তব্য করে ৷ যাইহোক পোষ্টে +++++++++
আপনার মাথার ঘিলুর প্রশংসা না করে পারলাম না :-P

২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই। আপনারও মাথার ঘিলুর প্রশংসা না করে আমি পারলাম না :-P

২১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

হয়ত তোমারই জন্য বলেছেন: ধন্যবাদ লেখক ভাই। আপনারও মাথার ঘিলুর :P প্রশংসা না করে আমি পারলাম না :P

০১ লা জুলাই, ২০১৭ রাত ২:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.