নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

কোটা প্রথা বনাম মেধাবী

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫



মেধাবী ছাত্ররা যখন কেবলমাত্র মেধার ভিত্তিতে বিসিএসসহ সকল চাকুরীতে নিয়োগের যৌক্তিক দাবীতে আন্দোলন করছিলো, তখন সেই নিরস্ত্র মেধাবীদের ওর যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) নিয়ে ঝাঁপিয়ে পড়েছে হায়েনার দল!



পৃথিবীতে কী শুধু বাংলাদেশেই মুক্তিযুদ্ধ হয়েছে? আরো অনেক দেশেই হয়েছে, তাই না? তবে পৃথিবীতে কেবল আমাদের দেশেই ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। বলেন তো সেই ভাষা শহীদদের পরিবারের উত্তরসুরীর কর্মসংস্থানের জন্য রাষ্ট্র কী করেছে? মুক্তিযুদ্ধে তো ৩০ লক্ষ লোক শহীদও হয়েছে, তাদের জন্য রাষ্ট্র কী করেছে? এমন কী আজো পর্যন্ত রাষ্ট্র সেই শহীদদের একটি তালিকা তৈরী করার উদ্যোগ নেয় নাই।



তারপরও মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সকল চাকরীতে ৩০% কোটা মেনে নেয়া হয়েছিলো। কিন্তু এখন যখন সেই কোটাকে তাদের ছেলে/মেয়ে... নাতী-পুতির জন্য বেঁধে দেয়া হয়, এবং সেই অযৌক্তিক সিদ্ধান্তকে কেউ সমর্থন করে, তখন তাকে বিবেক-বুদ্ধি বর্জিত ছাড়া আর কিছু বলার উপায় থাকে না। এক দিকে মেধাবীরা চাকরী পাবে না, অন্যদিকে অ-মেধাবীরা কোটারী হিসেবে সকল ভালো চাকরীর শীর্ষে বসে থাকবে, তুঘলকী ব্যবস্থা আর কী!!



গনজাগরন মঞ্চ যখন মাসের পর মাস শাহবাগে অবস্থান করলো তখন আওয়ামী সরকার তাদের বিরানী খাওয়ালো।

পুলিশী পাহারায় তাদের বেহায়াপনা করানো হল।

কিন্তু অবাক লাগে যখন দেখি মেধাবী ছাত্ররা তাদের যৌক্তিক দাবী কোটা প্রথা বাতিলের দাবিতে শান্তিপূর্ন অবস্থানে পুলিশ বাহিনীর নারকীয় হামলা।

আমরা এখনো ভুলি নাই সেই শিক্ষকদের কথা যারা তাদের দাবীর পক্ষে আন্দোলন করতে এসে লাস হয়ে বাড়ি ফিরেছিলো।

এ কেমন স্বাধীন বাংলাদেশ ??

নাস্তিকদের জামাই আদরে আন্দোলনের সুযোগ দেয় আর হামলা মামলা কেবল যৌক্তিক আন্দোলনকারীদের উপর।



কোটা প্রথার সূচনা বাংলাদেশে অনেক যুগ পূর্বে

বঙ্গবন্ধু এই প্রথার সূচনা করেছেন আর পরবর্তীতে অধিকাংশ রাজনীতিবীদ এই প্রথার লালন পালন করেন।

পারিবারিক রাজনীতি আর কোটানীতির তেমন তফাথ নাই।

কোটা প্রথা ধ্বংস করেছে মেধাবীর মেথা।

বাবার পরিচয়ে স্বামীর পরিচয়ে যারা চাকরি পায় তারা দেশের আগাছা ছারা কিছু না।

স্বাধীনতার পর কোন সরকার প্রকৃত মুক্তিযুদ্ধাদের খোজ খবর রাখে নি । আর এখন কোটা প্রথা তাদের স্বর্গীয় সুখ দিতে গিয়ে জাতির বিবেক নতুন প্রজন্মের মেথাকে ধ্বংস করতেছে।

স্কুল,কলেজ,ভার্সিটি এবং সকল বিবেকবান নাগরিকদের রাজপথে নেমে কোটা প্রথার খতম করতে হবে।

দরকার হলে আবার যুদ্ধ হবে সকল বৈষম্য দূর করার জন্য //



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.