নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

X((X((X((বাংলাদেশের রাজনীতির খলনায়কদের গডফাদার জাপার চেয়ারম্যান এরশাদ।:D:D:D

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আমাদের রাজনীতিতে খলনায়কের অভাব নাই।আর আমার মতে বাংলাদেশের রাজনীতির খলনায়কদের গডফাদার জাপার চেয়ারম্যান এরশাদ।

নারীদের আচরনের প্রেক্ষিতে কবিরা বলেছেন "নারীতো নয় যেন বহুরুপী"।

বাংলাদেশের রাজনীতিতে বহুরুপী রাজনীতিবিদের মূল্যই চড়া।আর এরশাদ তাদের দিশারী হয়ে মৃত্যুর পরও মাইলফলক হিসাবে চিরঅমর হয়ে থাকবে।

এরশাদ অবশ্যই নিলর্জ্জ কিন্তু তার চাইতে কোন অংশে কম নয় আমাদের দুই নেত্রী।

কারন জনগনের কাছে এরশাদের সস্তা মূল্য হতে পারে, কিন্তু ওই দুই নেত্রীর কাছে এরশাদ হলো সোনার হরিনের মত।

এরশাদ আর আওয়ামী ও বিএনপি বন্ধুদের মধ্যে কোন পার্থক্য দেখিনা। এরশাদ বিশ্ব বেহায়া সবচেয়ে দ্রতগতির পরিবর্তনশীল দানব তার সঙ্গে সঙ্গেই এরশাদের প্রতি আওয়ামী ও বিএনপি সমর্থকদের অনুভূতি,সহানুভূতি,রাগ,মান-অভিমান সব পরিবর্তনশীল। ইউনিভার্সেল ট্রুথ বলেও তো একটা কথা আছে। তাই না!!! স্বৈরাচার এরশাদের এই নাদুস নুদুস বেহাল্লাপনরা জন্য কারা দায়ি?

এরশাদের চরিত্রের বর্ণনা প্রসঙ্গে জনপ্রিয় ব্লগার আসিফ মহিউদ্দিন বলেন " এরশাদ একটি নিকৃষ্ট রাজনৈতিক বেশ্যা, বোধকরি সবচাইতে সস্তা। এরশাদকে নিয়ে তুমুল হৈচৈ হট্টগোল আসলে রাজনৈতিক আলোচনার মোড় ঘোরানো ছাড়া অন্য কোন কাজেই লাগে না। যখনই টিকফা চুক্তির মত চুক্তি সরকারের করতে হয়, যখনই নির্বাচন এবং রাজপথে মানুষ পোড়ানো নিয়ে জনমনে বর্তমান রাজনীতিবিদদের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে, তখনই রাজনীতির নাট্যমঞ্চে এরশাদের মত কিছু রাজনৈতিক বেশ্যার আবির্ভাব ঘটে। তারা তাদের নানান ভাঁড়ামি দেখিয়ে জনগণকে হাসায়, সুড়সুড়ি দেয়। একটু পরে তা দেখে হাসতে হাসতে জনগণ ভুলেই যায় একটু আগে সে কী নিয়ে আন্দোলন করছিল, কীসের প্রতিবাদ করছিল। উদ্যমী তরুণ তরুণী নিজ উদ্যোগেই নিজ নিজ মেধা খাটিয়ে ভাঁড়ামিতে নেমে পরে। পোড়া মৃতদেহগুলো আস্তে আস্তে হাসপাতালের মর্গে চলে যায়, দেশের স্বার্থ বিরোধী নানা চুক্তি হয়ে যায়, আর বাঙালির স্বভাবও হচ্ছে ইস্যু পুরনো তো আলোচনাও শেষ! "



আজ ৬ ডিসেম্বর-স্বৈরাচার পতন দিবস। এই দেশে স্বৈরাচার শব্দের পতন হয়েছে। কিন্তু সামরিক ভাঁড় এরশাদের বিলুপ্তী ঘটে নি। এরশাদ বরং রাজনীতিতে ভালোই তেল সাপ্লাই দিতেছেন।এক এক সময় এক এক কথা বলে রাজনৈতিক হিরোর ভূমিকা পালন করতেছেন।

এরশাদের সঙ্গে আওয়ামী লীগ বাদে অন্য কেউ যদি জোট করত, তাইলে বিরাট প্রবলেম হইয়া যাইতো।



আওয়ামী লীগ করতাছে নূর হোসেনর লাশের উপর রাজনীতি আর ইনু ও মেননরা করতেছে ডা. মিলনের লাশের উপর।



স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক।

যে নূর হোসেন, ডাঃ মিলন গনতন্ত্র বাঁচানোর জন্য শহীদ হয়েছেন

অথচ তাদের রক্তের সাথে চরম গাদ্দারি করেছে আমাদের রাজনীতিবীদ নামে পরিচিত স্বার্থান্বেষী মহলের স্বার্থবাদী লোক যাদের রাজনীতি কেবল তাদের নিজের জন্য একবিন্দুও জনগনের জন্য নয়।

আজ যদি এই শহীদদের কথা বলার অথবা আন্দোলন করার সুযোগ বিধাতা দান করতেন তাহলে আমার বিশ্বাস তারা আমাদের দেশে রাজনীতির নামে পরিচালিত পরিবারতন্ত্র,বনিকতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের ঘোষনা দিতেন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

হেডস্যার বলেছেন:
তারপর ও খারাপদের মধ্যে ভালো।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

আজিম পরদেশী বলেছেন: হতে পারেন তবে আমি ওই মত বিশ্বাস করি না।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

জাহাঙ্গীর জান বলেছেন: এরশাদ সাহেব নয় বছর বাংলাদেশর প্রেসিডেন্ট ছিল সেটা আপনাদের মত অনেকেই যানেন না একটা মানুষকে আর কত ভাবে অপমানিত করলে ইতিহাস না যানা মানুষ গুলি র আত্মা শান্তি পাবে সেটা ভাবার দরকার আছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৭

আজিম পরদেশী বলেছেন: আপনিতো ভাই অনেক কিছুই জানেন।এরশাদ সাহেব ৯ বছর প্রেসিডেন্ট ছিলেন এই অজুহাতে বুঝি উনার ব্যাপারে কিছু বলা পাপ।আরে ভাই উনারে কে প্রেসিডেন্টের দ্বায়িত্ব দিয়েছিল।ওনিতো স্বৈরাচারি ছিলেন।পৃথিবীর ইতিহাসে কোনো দেশে স্বৈরাচারিকে নিয়ে এত লাফালাফি হয় না যেই রকম আমাদের দেশের রাজনীতিতে হয়।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

ধুসর আলো বলেছেন: আমি মনে করি এরশাদ যতটা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এতটা কেও হয়নি.।।।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

ধুসর আলো বলেছেন: আমি মনে করি এরশাদ যতটা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এতটা কেও হয়নি.।।।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

ধুসর আলো বলেছেন: আমি মনে করি এরশাদ যতটা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এতটা কেও হয়নি.।।।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

ধুসর আলো বলেছেন: আমি মনে করি এরশাদ যতটা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এতটা কেও হয়নি.।।।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

ধুসর আলো বলেছেন: আমি মনে করি এরশাদ যতটা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এতটা কেও হয়নি.।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.