নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

বাটপারের দেশের বাসিন্দা যেখানে ধর্ম,চেতনা উভয় নিয়াই বাটপারি চলে।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সবার সব ব্যাপারে নাক গলানো ঠিক না।

যেমন জামাত শিবিরের কেউ যদি সোনার বাংলা গাওয়ার জন্য 90 কোটি টাকা ব্যায়ের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের মত পাগলু আর কে হবে।

কারন তাদের প্রতিষ্টান যখন ওই কাজের জন্য 3 কোটি সম্মানী দিল তখন কোথায় ছিলো তাদের প্রতিবাদী কন্ঠ।

নাকি তখন জামাতিরাও চেতনাবাদী হয়ে গিয়েছিল।

বাটপারের দেশের বাসিন্দা যেখানে ধর্ম,চেতনা উভয় নিয়াই বাটপারি চলে।



চেতনা খাওয়াই চেতনা পরাই

চেতনে ভেজাই গলা

ও আমি চেতনার ফেরিওয়ালা।



পাজামা-লুঙ্গি-ধুতির চেতনা

চেতনা প্রগতিশীল

কথার চেতনা কাজের চেতনা

পাবে না কোথাও মিল।

চেতনা আমার সিঁথির সিঁদুর

হাতের তসবি মালা

ও আমি চেতনার ফেরিওয়ালা।



যুদ্ধ-বুদ্ধ-জঙ্গি চেতনা

চেতনা যে গুরুভার

লুটের চেতনা ঝুটের চেতনা

কত যে তার বাহার।

চেতনা আমার চোখের আগুন

দগ্ধ বুকের জ্বালা

ও আমি চেতনার ফেরিওয়ালা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুদ্ধ-বুদ্ধ-জঙ্গি চেতনা
চেতনা যে গুরুভার
লুটের চেতনা ঝুটের চেতনা
কত যে তার বাহার।
চেতনা আমার চোখের আগুন
দগ্ধ বুকের জ্বালা
ও আমি চেতনার ফেরিওয়ালা।

---


আহা মরি মরি! চেতনার রুপ কি বাহারী!!!

২| ২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মদন বলেছেন: জয়বাংলা

৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

৪| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭

মতিউর রহমান মিঠু বলেছেন: চমৎকার লেখা ও কাব্য...দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.