নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অপবর্তন

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২




আঙুল ফুলে কলা গাছ,
চুনো পুঁটি সে ও মাছ।
দেখি অকাল পক্কতায়,
না বালিকাও মা হয়!

সতীন দেখে গা জলে,
বিয়ের আগে তিন ছেলে!
আশির পরেও বুড়ো ভাম,
করতে শাদী ঝরায় ঘাম!

শনি শনি আট দিনে,
বাপের জমি নেয় কিনে।
দাদার আগে গজায় গোঁফ,
বিবেক বুদ্ধি পায় বিলোপ।

চোরের তো নেই শ্বশুর বাড়ি,
থাকুক যতই বাড়ি গাড়ি।
সে তো আপন স্বভাব দোষেই,
ভরা হাটে ভাঙে হাড়ি।

ঠাণ্ডা লেগেই গরম জ্বর,
জন্মের পরে মা ও পর!
উত্তেজনার এই শহর,
কুরুক্ষেত্র স্বামীর ঘর!

খেজুর পাতার বাজল বাঁশি,
মন্ত্রী কন্যাও শুনে দাসী।
রাজপুত্রের জন্ম দিনে,
আনল খাসি বাকী কিনে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! চমৎকার ছড়া। ভাল লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকুন। পাশে থাকুন।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্য বচন। সুন্দর কবিতা

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভাল থাকুন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগলো...

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: মজার লিখেছেন।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: চেষ্টা করি। কিন্তু হয়ে ওঠে না। ধন্যবাদ অশেষ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনুপ্রেরনা পাচ্ছি বলেই লিখতে পারছি।
অশেষ ধন্যবাদ জানাই।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

রাকু হাসান বলেছেন:




ভালো লিখেছেন । কিছু কথা বলি । কিছু মনে করবেন না । সহব্লগার হিসাবে ভালোবাসা থেকেই বলা ।
আপনি এখন পর্যন্ত পোস্ট করেছেন ।
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ১৮টি
মন্তব্য করেছি: ৬০টি
মন্তব্য পেয়েছি: ১০৪টি
ব্লগ লিখেছি: ১ সপ্তাহ ৫ দিন

তাড়াতাড়ি সেফ হয়েছেন বিষয়টা আমাকে ভালোলাগা দিয়েছে । পোস্টও অনেক করেছেন প্রায় আমার সমান পোস্ট করেছেন ।
মন্তব্য করেছেন মাত্র ৬০টা । পেয়েছেন অবশ্য কিছুটা বেশি । কিন্তু দুঃখের বিষয় হলো আপনার সেফ হওয়ার পরও একটি পোস্টও শতাধিক পাঠক পাইনি । পরিসংখ্যান বলছে আপনি সবচেয়ে বেশি মন্তব্য পেয়েছেন আপনার প্রথম পোস্টে এবং লাইকও একটি করে পেয়েছেন কিছু পোস্টে । বিষয়টা নিয়ে কি ভেবেছেন ? প্লিজ নেতিবাচক ভাবে নিবেন না ,আমি আপনার একান্ত শুভকামনাকারী । আমি আপনার প্রথম পোস্টের প্রথম মন্তব্যকারী । নতুন যারা আসে তাদের পোস্টে কিছু লিংক বা ব্লগের ব্যাপারে জানতে পারে এমন কিছু বলা হয় । তো স্বাভাবিকভাবে আপনার পোস্টেও মন্তব্য রাখি । কিন্তু আপনি সেই লিংকের পোস্টগুলো পড়েননি ,পড়লে ব্লগিংটা অন্য রকম হতে পারতো । বা পড়লেও কিছু অংশ মাত্র পড়েছেন ।
আপনি সর্বশেষ মন্তব্য নিচেরটি --পদাতিক ভাইয়ের পোস্টে ।
৫৯. ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮ ১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: মুগ্ধ হয়েছি।
অসাধারণ লিখেছেন।
শুভ কামনা অনাগত আগামীর।
ভাল থাকবেন

এই মন্তব্যের পর আরও দশটি পোস্ট করেছেন কিন্তু একটি মন্তব্যও রাখেননি । আমি বলছিনা আপনার মন্তব্য রাখতেই হবে । সেটা মন্তব্য করবেন কি করবেন না সেটা েএকান্ত ব্যক্তিগত ব্যাপার । আমি বলার জায়গা হলো ব্লগে লেখালেখার পাশাপাশি গঠনমূলক মন্তব্য করলে ব্লগিং করতে দেখবেন আরও ভালো লাগবে । দীর্ঘ সময় থাকতে পারবেন । তা না হলে হয়ত এক সময় হতাশ হয়ে যাবেন । আমরা হারাবো একজন সম্ভবনাময় ব্লগারকে । সেটা চাই না ।এছাড়া আপনি লিখছেন । আপনি নিশ্চয় চান আপনার লেখার পাঠক বাড়ুক । সেটাই তো সার্থকতা ! না ? একজন শুভকামনাকারী হিসাবে চাইবো ,সেই সব দিকের জন্য যা করার সবকিছু করবেন । এতে অনন্ত ক্ষতি হবে আশা রাখি ,ভালো না হলেও ।
প্রতি উত্তরে আরও সচেতন হওয়া উচিত আপনার । সহব্লগারের লেখা পড়ে সুন্দর মন্তব্য রাখা সচল রাখলে তাতে আপনার ইমেজটা উজ্জল হবে মনে করি । সর্বপুরি একজন আদর্শ ব্লগার হয়ে উঠার জন্য এগুলো ভাবা উচিত বলে মনে করি ।
যাক অনেক কথা বললাম । তা হয়ত ঠিক হয়নি । আমারও অভিজ্ঞতার ঝুলিটা ছোট । বলা ঠিক হয়নি । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি । এই কমেন্টটা করতে আমার সময় লেগেছে অনন্ত ৩০ মিনিট । এই সময়ে অনন্ত পাঁচটা পোস্ট পড়ে মন্তব্য রাখতে পারতাম । কেন আপনার পোস্টে এমন মন্তব্য রাখলাম ---সে প্রশ্নটা আপনার কাছেই রাখলাম ।
শুভকামনা রইল । ভালোবাসা থাকবে ।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। আসলে আপনার মন্তব্য পড়ে আমি নির্বাক হয়ে গেছি। ব্লগিং সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারনা নেই। দিন শেষে একটা দুটো পোষ্ট করাটাই ছিল আমার কাছে ব্লগিং। কিন্তু আপনার উপদেশমূলক মন্তব্য পাবার পর সে ধারনা একেবারেই বদলে গেছে।
কাউকে মূল্যায়ন না করলে নিজেও মূল্য পাওয়া যায় না, এটা আমার অজানা ছিল না। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে কখনই ভেবে দেখিনি ব্লগিং এর ক্ষেত্রে। অজ্ঞতাই তার একমাত্র কারন। আপনি আমার দৃষ্টি খুলে দিয়েছেন। কতকটা অন্ধ লোককে হাত ধরে রাস্তা পার করে দেবার মত।
ব্যস্ত এই জীবনে সবাই সময়ের স্রোতে ভেসে যাচ্ছি। অন্যের পোষ্টে মন্তব্য না করে ততটুকু সময় নতুন পোষ্ট রেডি করার কাজে ব্যয় করার মানসিকতা ছিল আমার এতদিন। কিন্তু আজ তার পরিবর্তন ঘটালো আপনার মহামূল্যবান উপদেশ ও শিক্ষামূলক মন্তব্য। এখান থেকে আমি যা শিখলাম তা সকল ব্লগারের জানা উচিৎ ব্লগিং শুরু করার আগেই।
আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমি অনেকগুলো উত্তর খুঁজে পেয়েছি। তবে তার মধ্যে সব থেকে বেশী সঠিক মনে হয়েছে এটি যে, আপনার ভাষ্য অনুযায়ী আপনি আমার একজন শুভকামনাকারি। তাই এই প্রশ্নটা আমার দিকে নিক্ষেপ করেছেন যাতে আমি আমার অনুভূতি দিয়ে অনুভব করতে পারি মূল বিষয়টি। আপনি বার বার বলেছেন কিছু মনে না করতে, ক্ষমার দৃষ্টিতে দেখতে। এমনটি আর কখনই বলবেন না। আমি আর দশজন লোকের থেকে একেবারেই আলাদা। যে কোন বিষয়ে আমার ভুল ধরিয়ে দিলে আমি চির কৃতজ্ঞ হব। কারন আমি জানি যে ভুল ধরিয়ে দেয় সেই প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
আমি জানি না আমার এই মন্তব্যের কোন উক্তি আপনার মনে আঘাত দিবে কি না। তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা অনুরোধ রাখছি। সব সময় আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। ভাল থাকবেন। শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.