নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যন্ত্র

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬


ব্যকুল মনের কল্পনা, ব্যর্থ হবার লাঞ্ছনা।
আবেগের শেষ প্রান্তে, দ্বিমতের বিভ্রান্তে।
পরাজিত প্রাণের গ্লানি, নাভিশ্বাসে টানা ঘানি।
স্বপ্নে ভাসে প্রতিচ্ছবি, আকাশ জুড়ে শোকের রবি।

দুর্বলতার প্রাদুর্ভাব, ক্লান্ত দেহের মহোৎসব।
জর্জরিত বিষণ্ণ, বার্ধক্যে এই তারুণ্য।
বিজ্ঞাপনে চমৎকার, কাকতালীয় রুদ্ধদার।
আসল খোঁজার অধ্যয়ন, ইচ্ছাকৃত সঞ্চালন।

মায়াকান্না ছদ্দবেশ, সহানুভূতি নিরুদ্দেশ।
সয়ে চলা অত্যাচার, গড়ে তোলে অহংকার।
অভ্যন্তরে বক্রতা, প্রাণে প্রাণে হিংস্রতা।
অনুভূতির যন্ত্রণা, আবেগ বেচে প্রার্থনা।

বীণা অশ্রুর ক্রন্দন, স্বার্থসিদ্ধি ততক্ষণ।
মানবতার প্রত্যাহার, দাবীদার আজ প্রশংসার।
আভ্যন্তরীণ কোন্দলে, সামাজিকতা জঙ্গলে।
প্রাধান্য পায় হিংস্রতা, নম্র বেশে নগ্নতা।

অন্তরায় আজ অজস্র, ইচ্ছে করেই বিবস্ত্র।
রুদ্ধ শাস্ত্র আনকোরা, আত্মশুদ্ধি প্রাণ ভরা।
সম্মিলিত মন্ত্রনায়, ধর্ম বর্ণ মূর্ছা যায়।
অত্যাধুনিক যে যন্ত্র, ধর্ম শেখায় সে মন্ত্র।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

সনেট কবি বলেছেন: বেশ কিছু শব্দ দেখা হলো।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

শামীম আরান বলেছেন: শব্দগুলো অনেক কঠিন মনে হল।
বেশ সময় নিয়ে পড়তে হল।
তবে অসাধারন হয়েছে।
অনেক ধন্যবাদ।

________________________________________________
যে কোন বাংলা বইয়ের পিডএফ এর জন্য ভিজিট করুন
বাংলা ইবুক ডাউনলোড

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: লিংকটা দারুণ কাজের।
অশেষ ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরাজিত প্রাণের গ্লানি, নাভিশ্বাসে টানা ঘানি।
স্বপ্নে ভাসে প্রতিচ্ছবি, আকাশ জুড়ে শোকের রবি।

...............................................................
কবিতায় ++

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাজার গোলাপের শুভেচ্ছা জানাই।
ভাল থাকুন।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

সাহিনুর বলেছেন: আপনার কবিতায় এখনকার পুরো একটি সমাজের চিত্র ফুঁটে উটেছে। খুব ভালো লাগলো পড়ে।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় কবি,
ভাল থাকবেন।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আর একউ সহজ করে লিখুন। বুঝতে বেগ পেতে হয়।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ঠিক আছে নুর ভাই।
এখন থেকে তাই হবে।
ভাল থাকুন।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: আপনাকে একটি কথা বলি।

আপনি প্রত্যেকদিন ২/৩টি করে ছড়া বা কবিতা পোস্ট করছেন। নতুন ব্লগে এসেছেন, প্রথম পাতায় অনুমোদন পেয়েছেন, সেই জন্য বোধহয় আনন্দে আত্মহারা। ব্যাপারটি ভাল। কিন্তু অতিরিক্ত কিছু ভাল নয়।

আমি বলি কি একটু ধীরে চললে হয় না???
ব্লগে তো অনেক দেখলাম, নতুন এসে কি লাফালাফি, তারপর দুদিন যেতে না যেতেই হাওয়া।
আমার মনে হয় সপ্তাহে ২/৩টি পোস্ট দেওয়া যথেষ্ট।

কিছু মনে করবেন না।
শুভকামনা রইল।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনটি হত না যদি প্রথম পাতাতেই নতুনদের জন্য কোন দিক নির্দেশনা থাকত। মূল্যবান কথা বলেছেন। আমার অনেক উপকারে আসবে।

আর হ্যাঁ, আমি আনন্দে আত্মহারা হই নি। প্রথম পাতায় লেখা আসা এমন খুশীর কিছু নয়। ভাল লাগে লিখতে তাই লিখি। পোষ্ট দিতে পারলে আনন্দ একটু লাগে, কিন্তু তা আত্মহারা হবার মত নয়।

দুদিন যেতে না যেতেই যদি কেউ ব্লগ থেকে উধাও হয়ে যায়, তার পেছনে অনেক কারন থাকতে পারে। তবে নতুনদের ব্লগে রেগুলার করার জন্য সঞ্চালকদেরও একটা দায়িত্ব বা কর্তব্য থেকে যায়।

নতুন হিসেবে অনেক কথাই বলে ফেললাম। মনে কিছু নিবেন না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাল থাকবেন।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

সাহিনুর বলেছেন: ভাইয়া আপনি দিন কটা লেখা পোস্ট করছেন আমার মনে হই না , সেটা কোনো ম্যাটার করে । আপনার লেখার মান কতটা উন্নত সেটাই বেশি গুরুত্ব পূর্ণ আমার কাছে , সেটা দিন এ ১০ তাই হোক র সে ১ তাই । আপনার লেখাটি অনেক ভালো । তাই আপনি লিখুন যতো খুশি ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনি যেটা বলছেন সেটাও বেঠিক নয়। আবার নতুন হিসাবে বেশী করে ফেলাটাও ঠিক নয়।
উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। আগে ব্লগের সবার সাথে পরিচিত হয়ে নিই।
ভাল থাকবেন সাহিনুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.