নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির সেরা প্রাণী আমি তবে নামে মাত্র, কর্ম এখন সম্পূর্ন রুপে প্রমান করে না। লেভেল লো, ডে বাই ডে আপডেটের প্রয়াসে আছি। দেখতে, বলতে, শুনতে, করতে চাই সেরা। তারপর সেরাদের সেরা। আমি ছাত্র, প্রকৃতি আমার শিক্ষক।

বাবুই বাবু

বাবুই বাবু › বিস্তারিত পোস্টঃ

আস্তিক না নাস্তিক

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

হযরত আদম (আঃ) সৃষ্টি করা হয়েছে বহু দিন হল কিন্তু সে কথা বলে না। এক তার প্রভু প্রশ্ন করলেন হে আদম তোমাকে সৃষ্টি করলাম কথা বলার শক্তি দিলাম তো কথা বলছো না কেন। হযরত আদম (আঃ) বললেন হে আমার প্রভু সৃষ্টি করেছেন কথা বলার শক্তি দিয়েছেন কিন্তু কথা বলার অনুমতি তো দেন নি। প্রভু আশ্চার্য হলেন যে আদমের এতো আদব। প্রভু খুশি হয়ে আদমকে তিন টি জিনিস উপহার দিলেন
১। সৃষ্টির সেরা জীব
২। সুন্দর চেহারা
৩। কলব (আদ্ধাতিক শক্তি যার কোন সিমানা বা শেষ নেই)
আর পবিত্র কোরআনুল কারিমে ঘোষনা দিলেন মানুষ আমার অকৃতিম বন্ধু এখানে কোন ধর্মেরর কথা বলা হয় নি। তবে মানুষ কথাটার মধ্যে অনেক তাৎপর্য আছে প্রতেকটা মানুষের একটা সুরত আছে যে মানুষের সুরত মানুষ সেই আল্লাহর অকৃতিম বন্ধু।

জ্ঞানের ভান্ডার খুবই তুচ্ছ, বাড়ি আমার পাবনা নাই কোন ভাবনা ওই মাঝে মাঝে স্কু-টিসস্কু একটু ডিলা হয়ে যায় আর কি। তবে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আল্লাহ্ একটু দিয়েছেন :) শুকরিয়া জানাই তার প্রতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.