নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

গরীবের জ্যান্ত কবর

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯



গরীবের জ্যান্ত কবর আবুধাবী

মালেক বাচ্চু

২৬.১১.২০১২

তোমরা তো দেখনা ভাই

ঐ যে তাজা মানুষের সারিসারি

লাশের মিছিল যায়,

তোমরা রাখনা খবর ;

তোমরা যে যা বলভাই

এ যে গরীব মানুষের জ্যান্ত কবর !

আমরা আর কত করব সবর ?

তোমরা বড়ই নির্দয় বেরহম

নেই কোন মানবতা, বিবেক লজ্জা সরম !

পেটের দায়ে বাংলা মায়ের

শত শত হত দরিদ্র সন্তানের

জীবন, কলে কারখানায়

পুড়ে হল ছাই

মরার পরে আমরা সবে

করি হায় হায় ;

আগে কোন খবর নাই ।

গরীব লাশের কোন চিহ্ন নাই

লোক দেখানো ডিএনএ

যাচাই করে যাই ।

লিখে ভাই আর কি হবে ?

একথা কি আর ২ দিন পরে

কারো মনে রবে !



রাজধানী ঢাকায়

নিশ্চিন্তপুর পোষাক কারখানায় ,

হতভাগা দরিদ্র আদমের

পোড়া লাশের বন্যা বয়ে যায়,

অসহায় দুঃখী মানুষের

বুক ভাঙ্গা কান্নার রোল শুনা যায় ;

হাজারও দুঃখী নারী শিশু মা

অনিশ্চিত জীবন পানে ধেয়ে যায়

দুবেলা দুমুঠো আহার, ভাত কোথা পায় ?

তবুও উপরওয়ালা পুঁজিপতি অমানুষের

বিবেক নাড়া নাহি দেয় ।





মন্ত্রী আমলা শিল্পপতি- দায়ীজন

তোদের কি হবেনা মরন !

কোথা রাষ্ট্র সমাজ আইন কানুন?

সুশীল সমাজের দেখা পাওয়া দায়

তোমরা শুধু কর খায় খায় ।



একটি জীবনের মূল্য কত?

শিল্পপতির জীবন- কারখানার মূল্য যত!

মানুষের জন্য শিল্প কারখানা হয়

শিল্পের জন্য কভু জীবন নয় ।

বন্ধ কর এসব মানুষ মারার ফাঁদ

শিল্প নয় যেন জুলুমের কারাগার

অসহায় মানুষ যেন আর কভু

পুড়ে না হয় অঙ্গার ।



সন্তান হারা চির দুঃখীনি মায়ের কান্নার রাত

পুহাবে কি কভু ?

পাবে কি সে জীবন প্রভাত ?

অসহায় বাবামা পায়না দেখা

প্রিয় সন্তানের লাশ,

সকলে বারবার দেয় শুধু মিথ্যা আশ্বাস ।

কোথা তার চিহ্ন, কোথা বা কবর?

ধরবেআর কত সবর !

২ দিন পরে, কে রাখে তার খবর ?

এ বড়ই মর্মর বেদনা বিধুর অনন্ত হাহাকার

শয়তান অমানুষ নির্দয় বর্বর

শিল্পপতি বুঝিবেনা কভু তার আকার।



পলাশবাড়ী ,র‌্যাঙসভবন, নিমতলী আশুলিয়া

জীবন্ত মানুষ হত্যার আরো শত কাহিনিয়া

একাবিংশ শতাব্দীর সভ্যতার দুনিয়ায়

এ আর এক নির্মম বর্বরতার ছোঁয়া

রাষ্ট্র সমাজ বিচার চাই-

আর নয় মানবতার ধোঁয়া ।



তুমি তো দয়ালু প্রভু- সবই জানা

তুমি কি দেখেও দেখ না ?

তোমার অসহায় আদম বড় হতভাগা;

বন্যা ঝড়ে, আইলা সিডরে

লক্ষ শত আগুনে পুড়ে মরে

বিচার তবে তোমার দরবারে ।

তোদের প্রতি লক্ষ শত ঘৃণা অভিশাপ

শঠ ভণ্ড তোরা, আরনয় মাপ

আর নয় গণ হত্যা,

অসহায় মানুষের জীবন্ত কবর ;

মন্ত্রী আমলা শিল্পপতি,

আর নয় অবহেলা

খেলনা আর জীবন নিয়ে

ব্যবসা খেলা,

ফাঁসি চাই সকলের-

না হয় আমার বিবেকের,

আর নাই বেলা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.