নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

হোসেন সেতু

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৬

হোসেন সেতু-----------বাচ্চু বিশ্বাস ০৫.১০.২০১৬ আবুধাবী

কোথা আজি সেই হোসেন সেতু ?
যার লাগি নবদিগন্তে উড়ে বিজয় কেতু
তোমরা সবে ভুলেই গেছো ?
বিস্মৃতির আকাশে শুকতারা ডুবে গেছে ।
স্মৃতির বাতায়নে চেয়ে দেখো আনমনে
জনে জনে মনে পড়ে শুভ ক্ষণে ,
মরা কালী নদীর খালের তীরে
হাজারও জনতার কাজের ভীড়ে ,
বিরান শশ্মানে নবজনপদ আসে ফিরে
সভ্যতার হাতছানি দীন দুখীর ঘরে ।
আজ খালবাজারের রঙীন হাটে
জীবনের সওদা বেচে কালীর ঘাটে ।

ছায়াঢাকা মায়াঘেরা মধুমাখা মধুয়া
বাগুলাট দমদমা দুধকুমড়া কালিকার বধুয়া
হেতায় মায়ার আঁচলে হাতছানি দিয়ে ডাকে
পান সুপারী লবন তেল মাছ তরকারী আগে ।

খালবাজারের আলোক উজ্বল হাটে
কত ইতিহাস রয়ে যায় করুন বটে :
আদার ঘোড়া রব্বেলের জীবন তরী
খালে ডুবে যায়, ভয়ে সবাই মরি মরি ।
১৯৯১ সন, ১৬ মার্চ সোমবার শুভ ক্ষণ
নতুন এক জনপদের শুরু, পদাচারন
হারিয়ে জীবনের সোনালী অধ্যায়
বাচ্চু লতিফ মহর রঙিন কল্পনায়
আপামর জনতার হাতের ছোঁয়ায়
বিরান শশ্মান তটে আসে জীবন আল্পনায় ।

কোন এক কালো রাতে
পল্লীর রাজনীতির অপঘাতে
সরল সিদ্দিকের জীবন প্রদীপ নিভে যায়
বিশ্বাসের পায়ে রক্ত ঝরে চোখে জল হায় !
তাই মরা গাঙের মোহনায়
এই সেতু শুধু-শুধু সেতু নয়
নদীর মাঝে ছোট্ট সেতু পারাপারের কান্ডারী
এপার ওপার সেতু বন্ধন- আনে অর্থকড়ী
সেতু বেয়েই হেথায় এলো একদিন
শত বিপনী, পাঠশালা, নিউমডেল বিদ্যানিকেতন
রক্ত সংগ্রাম ভালবাসায় হলো হোসেন সেতু
জনতার মিলনমেলা খালবাজার হেতু ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.