নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম্ না মানুষ

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২১

ধর্ম্ না মানুষ

ধর্ম্ না মানুষ
মানুষ না ধর্ম ?
মানুষের তরে ধর্ম
না ধর্মের তরে মানুষ ?
এ কথা কারে বা শুধাই
ও হে মানুষ ভাই
লক্ষ অমানুষের ভীরে
মানব তরী ডুবে তীরে
মানুষ মানুষকে ঘৃণা করে
নিজে নিজেকে অপমান করে ।
ধর্ম হয়ে গেছে অধর্ম
নেই কোন মহৎ কর্ম ।

ধর্ম বলে মহৎ কল্যাণ !
তবে কেন এত জুলুম হয়রান ?
দাঙ্গাহাঙ্গা রক্তপাত যায় লক্ষ প্রাণ
মসজিদ মন্দিরে বোমা আগুণ
মানুষে মনুষে বড় ব্যবধান ।

যুগে যুগে প্রাচীন, মধ্য, আধুনিক
ধর্মের নামে অধর্ম হিংসা ঘৃণা শত ধিক
লক্ষ যুদ্ধ দ্বন্দ্ব ধ্বংশ শত জনপদ
হিংসার অনলে পুড়ছে মানবতা
ধর্মের নামে বজ্জাতী সব ধর্ম কুপোকাত
বর্ণ পদে মাজহাব মতভেদে ধর্মের যবনিকাপাত
ধর্ম হয়ে গেছে শোষণের এক হাতিয়ার
শত রুপে তাই মানুষের পরে করে জুলুম অত্যাচার
ধর্মের লেবাসে মানুষ এখন অমানুষ পশু শাপদ
নারী শিশু কোথাও তাই নেই নিরাপদ ।

খোদা ঈশ্বর গড ভগবান
সকলেরই প্রভু সমান, দয়ালু মেহেরবান
আলো বাতাস অন্ন সর্বলোকে করেন দান
করে নাতো মানুষে মানুষে ভেদাভেদ ব্যবধান ।
তাঁরা তো করে না কভু দ্বন্দ্ব সংঘাত
ধর্ম নিয়ে কাটাকাটি মারামারি দিবা রাত ।
আজিই সকল অধর্ম নিপাত যাক
শুভ মানবতা তাই মুক্তি পাক ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.