নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু-স্বজন

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

বন্ধু-স্বজন---------- সাফা পার্ক. আবুধাবী, ১৯.১১.১৬

শহীদ, বাবুল, বাচ্চু
যেন হরিহর আত্মা সাচ্চা
তিন জন বন্ধু স্বজন
একই প্রাণ সবাই সুজন ।
জীবনের অন্ন অণ্বেষণে
সুদূর আবুধাবী প্রাঙ্গণে
আরব সাগর তীরে
খেজুর ছায়ার নীড়ে ;

মৃদু মন্দ হেমন্ত হাওয়া
কত বসন্ত বয়ে যাওয়া
সাত সমুদ্র তের নদী পাড়ে
প্রিয়জনের দেখা নাই রে
জীবনের সোনালী অধ্যায়
কোথায় যেন হারিয়ে যায়
ষাটটি বছর কেটে গেল হায়
কেউ কথা রেখেছে ভাই ?
কেউ বা রাখে নাই ।

হেথায় শ্বেত পাথরে বাঁধা এ অন্তর
প্রিয়হারা কাঁন্নার মর্মর শুন্য হাহাকার
পরদেশীর মনের ব্যথা বেদনা
চাওয়া-পাওয়ার বড় অংকে,
দূর থেকে কেউ তো বুঝে না !

বিরহ বধুর স্বপ্ন নিয়ে বুকে
জীবন সায়াহ্নে কাটে না সুখে ।
মরুর মরীচিকা লু হাওয়ায়
জীবনের সুখ-দুখ উড়েছে হায়
তবু জীবন স্মৃতির পাতায়
কিছু পেয়ে কিছু হারায় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

জে.এস. সাব্বির বলেছেন: শেষ দুই প্যারা বেশি অর্থবহ ছিল । ধারাবাহিকতা না থাকলেও খুব ভাল লেগেছে ।

কিন্তু প্রথম দুই লাইনেই ছন্দের অমিলে সৌন্দর্য্য নষ্ট হয়েছে ।এটা ছড়া নাকি কবিতা?

২| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

জে.এস. সাব্বির বলেছেন: ছন্দেই আমরা খেলি
আর ছন্দে হেলি-দুলি
ছন্দেরই রাজা-প্রজা
কামার-চামার কুলি

ছন্দের এই আসরে
আপনাকে দেখে তাই
আনন্দতে আত্মহারা
সু-স্বাগতম জানাই ।

আড্ডা তবে হবে নাকি
আজ হতে ফের শুরু
শিষ্য হব আপনার
হবেন আমার গুরু ??

৩| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

বহ্নি শিখা বলেছেন: প্রথমে অন্ত:ছন্দ আছে--- ধন্যবাদ
ছন্দই কবিতার একমাত্র প্রপঞ্চ নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.