নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

মানব ধর্ম ?

১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

মানব ধর্ম?

মানব ধর্ম কি ?
তুমি জান নাকি ?
তোতার মত কর ডাকাডাকি
না বুঝেই বৃথা কর রাগারাগি !

মানবের যে ধর্ম
মানুষের তরে ধর্ম কর্ম ,
ধরায় সকল বস্তুর ধর্ম আছে যেমন
খুদ পিপাসা, বস্ত্র, শিক্ষা বাসস্হান
রোগ শোক ব্যথা বেদনা আনন্দ বিনোদন ;
দয়া মায়া ভালবাসা মানুষের তেমন
ধর্মের লক্ষ্য যেথা মানব কল্যাণ
আত্মার শান্তি এক রেখায় বহমান ।

মানব ধর্ম মানে বিশ্বধর্ম মানবতা
সকল মানুষকে ভালবাসার কথা
হাতে হাতে প্রাণে প্রাণে একতা
নয় তো শুধু লোক দেখানো ধর্মকথা
তোমার ধর্ম তোমার আছে
আমার বিশ্বাস আমার কাছে ।
তুমি ধর্ম করে পাও যদি স্বর্গ-পতি
কেন তবে হিংসা, আমার কিসের ক্ষতি ?

ধর্ম, বর্ণ, ভাষা, জাতি গোত্র
শুধুই বাহ্যিক বেশ মাত্র
সুখ-দুঃখ. হাসি-কান্না একই মাত্রা
রক্ত লাল, সবাই একই মানব গোত্র ।


সুন্দর মানুষ, বুদ্ধি জ্ঞানে সেরা ইনসান
কর্ম মানে সকল মানুষ ভাই সমান ;
যেথায় থাকবে না মানুষে মানুষে ব্যবধান
রবে না দ্বন্দ্ব মারামারি- ঈশ্বর খোদায় ভগবান
সবাই মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রীষ্টান
ধর্মের প্রাচীর ভেঙ্গে এক কাতারে আগুয়ান
রবে না কোন হিংসা দ্বেষ দ্বন্দ্ব ফ্যাসাদ
মারামারি, দাঙ্গাহাঙ্গা , রক্তপাত যুদ্ধ ক্রুসেড ।

সোনার মানুষকে ঘৃণা করে কর না ভুল
ইহকাল-পরকাল সবই হারাবে দু'কুল
ধর্মের লাগি মানুষ নয়
মানুষের তরে ধর্ম হয়
সবার উপরে তাই মানব ধর্ম
মানুষের জন্যই ধর্ম কর্ম ।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সকলকে ও ভাবে মিলেমিশে থাকতে হবে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

বহ্নি শিখা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.