নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

মানুষ বেচাকেনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১০

মানুষ বেচাকেনা

এখন তো ভাই
ভবের হাটে ধরায়
সদা সব জায়গায়
মানুষ বেচাকেনা হয় !
নীতি বিক্রি হয়,
মূল্যবোধ ক্ষয়
সর্বত্র অর্থের জয় ।

রাজনীতির হাটে
নেতা কেনাবেচা বটে,
ভোটের হাটে জনগণ
নারী বিক্রি বিয়ের ক্ষণ ।
বিদ্যা বিক্রি হয় কোচিংয়ে
ব্যবসা করে শিক্ষক হয়ে
ডাক্তার বিক্রি ক্লিনিকে
শিল্পপতি ব্যাংকার ঋণে
প্রকৌশলী কমিশন বেচে
জনপদ জনতা ফাঁসে
বুদ্ধিজীবি বুদ্ধি বেচে
দেশ জনতা জলে ভাসে
আমলা মরে ঘুষ খেয়ে
সন্তান বিক্রি পেটের দায়ে ।


মানবতা বিক্রি যুদ্ধের মাঠে
মানুষ মরছে মাঠে ঘাটে
প্রেম বিক্রি উদ্যান কাননে
আসল প্রেমিক ক'জনে
বউ বিক্রি হাট বাজারে
স্বামী বিক্রি টাকার তরে ।

ধর্ম বিক্রি হয় স্বার্থের জন্য
মানব হয়ে গেছে পণ্য
শ্রম বিক্রি হয় গৃহ পরবাসে
শ্রমিক কভূ নাহি হাসে
অর্থের কাছে সব বেচে
মানুষ সবাই হেরে গেছে ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: সবই স্বার্থান্বেষী হয়ে গেছে ভাই
লেখা সুন্দর হইছে,, অভিনন্দন

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

মানবী বলেছেন: "মানবতা বিক্রি যুদ্ধের মাঠে"

দুঃখজনক হলো বর্তমান পৃথিবীতে মানবতা বিক্রি এখন শুধু যুদ্ধের মাঠে সীমাবদ্ধ নেই! ঘরে বাইরে, মাঠে ময়দানে এমনকি স্কুল কলেজের প্রাঙ্গনেও মানবতা প্রতিদিন লান্ছিত, অবহেলিত, বিকিয়ে যায়।

ধন্যবাদ বহ্নি শিখা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্য কথাগুলোই বলেছেন।



কবিতায় ভালো লাগা রেখে গেলাম। মানুষ'রা জয়ী হোক।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

লুসিফার ০১ বলেছেন: মানুষ প্রজন্ম বিশ্বজয়ের অগ্নিশিখা জালাতে গিয়ে নিজের ঘরের মোম্বাতিই নিভিয়ে ফেলছে! লেখা সুন্দর :)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

বহ্নি শিখা বলেছেন: ধন্যবাদ সকলকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.