নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ নয় শান্তি

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

যুদ্ধ নয় শান্তি-
-----------বাচ্চু মিয়া--১৬.০৪.২০১৭

আজও কেনো যুদ্ধ খেলা ?
বয়ে যায় রক্ত নদী একবিংশ্বের অবেলা !
মানবতা ধ্বংশ, শুধু রক্তের হলি খেলা
সভ্যতার বুকে কলংকের পদাঘাত মেলা ;
যুগে যুগে দেশে দেশে রাজায় রাজা
স্বার্থের দ্বন্দ্ব মরে বেচারা প্রজা ;
ক্ষেপনাস্ত্র বোমায় সভ্যতা ধ্বংশ কুপোকাত
পরমাণু রসায়ন জীবাণু অস্ত্র বিক্রি দিবারাত ।

ধর্ম বর্ণ গোত্র ধনী গরীব জাতি ভেদাভেদ
অর্থ শিল্প তেল কৃষ্টি ক্ষমতা আরও কত বিভেদ !
বিশ্বরাজনীতি অর্থনীতি দ্বন্দ্ব শোষণের বিশ্বায়ন
মানুষে মানুষে দেশে দেশে বিশ্বকে করেছে বিভাজন
বিশ্ববাজার দখলের কুটচাল, ঋণ মঞ্জুরী পণ্য বিপনন
পরাশক্তির ক্ষমতার খেলা, শিকার দুর্বল দরিদ্র বিশ্বজন ।

কত লক্ষ নারী শিশু হয় শিকার ধর্ষণ নির্যাতন
কত মা বোন নারী অকালে পরে বিধবা বসন
কত লক্ষ আবাল বৃদ্ধ বণিতা মরে গণকবরে
নেই তো তাদের কংকালের হিসাব কোন খবরে ।
তবে কেনো ভাই আবার যুদ্ধ খেলা কার তরে ?
আমরা সবে মানুষ, আর যুদ্ধ নয় শান্তি চাই চিরতরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.