নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিময় ক্যাম্পাস

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

স্মৃতিময় ক্যাম্পাস, ২১.০৯.২০১৭, মালেক বাচ্চু

কোথায় হারিয়ে গেল
ক্যাম্পাসের সোনালী দিনগুলি,
মধুময় স্মৃতিপটে আছে শুধু রংতুলি।
মধুর ক্যান্টিনের মায়াভরা আড্ডাটা,
ডাস-এর সিংগারা সমুচা
হাকিম চত্বরের মিষ্টি চাটা;
এখনো খুঁজে ফিরে ফেরারী মনটা ।

টিএসসির মায়াবী সবুজ চত্বরে
প্রেমহীন ভালবাসার অন্তরে
ফিরে যায় অবুঝ মনটা
খুঁজে শুধু স্বপ্নপ্রিয়ার চাঁদ মুখটা ;
ছায়াঘেরা কার্জন হল,কলাভবন বিদ্যাঙ্গণ
ছুঁয়েছে শত পদচিহ্ন যেন প্রেমের ভূবন ।
মনে পড়ে ছায়াসুনিবীড় রমনা সোহরার্দী
তরুতলে কে যেন দাঁড়িয়ে আজ অবাধি ।

হলের থালাভরা ভাত ,পানিওয়ালা পাতলা ডাল
এ খেয়েই সোনার ছেলেরা ধরেছে দেশের হাল
হৈ হৈ রই রই এক রুমেই দশ বার জন
মেঝেতে গাদাগাদি করে কেটেছে জীবন ।
চারুকলা বকুলতলা , নজরুল সমাধী অঙ্গণ
হারিয়ে গেছে সোনাঝরা দিন
জীবন খাতায় বইয়ের পাতায়
শহদি মিনার, কেন্দ্রীয় লাইব্রেরী প্রাঙ্গণ ।

রোজ পড়ন্ত মায়াবী বৈকালে,
রোকেয়া আর সামসুন্নাহার হলে
নাওয়া খাওয়া ফেলে, স্লিপ দিয়ে
রাত জেগে বানিয়ে,নোট হাতে দাঁড়িয়ে
কাটতো কত অপেক্ষার প্রহর !
যেন এক মহাপরীক্ষার বহর ।

সূর্যসেনে আর জসীম উদ্দীনে
ঘুম ভাঙ্গত গুলির শব্দ শুনে
দ্বন্দ্ব সংঘাত ত্রাসের রাজত্ব
দিন রজনী অস্ত্রের ঝনঝনানী
সুদীর্ঘ্য লাশের মিছিল-রক্ত নদী ।
রাজনীতির চালে নব্বই-আশির দশকে
শিক্ষা থেমে গেছে কোন পাকে
সেশন জটের জটিল ফাঁকে
তিন বছরের অনার্স কোর্স,
সাত বছরে-দীর্ঘ জীবন রেস ;
বেকারত্ব আর বিয়ের চাপে
জীবন হয়ে গেছে বেমাপে ।
ক্ষয়ে গেছে বাবার গরু ছাগল জমি
কত মায়ের বুক শুন্য! অপরাধী আমি ।

সময়ের ব্যবধানে- জীবনের প্রয়োজনে
জীবন চলার বাঁকে,কত ছবি অাঁকে
কে কোথায় হারিয়ে গেল ভাই
সব কিছু পিছু ফেলে চলে গেল সময়টা
ক্যাম্পাসের মধুময় আড্ডাটা
আজ আর নাই, আজ আর নাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.