নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

হারানো সাথী

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

হারানো সাথী-----------মালেক বাচ্চু--২৯.০৯.২০১৭

হারানো হিয়ার মাঝে
বেদনার সুর বাজে ।
হারিয়ে গেছে সব সাথী
রয়েছে শুধু মধুময় স্মৃতি ।

শুধু তোমাদের তরে
বন্ধুত্বের হাত ধরে ,
সেলিনা কি যে বলনা
পলাশের হয় না তুলনা ।

সবুজের মনটা চির সবুজ
কেন যেন রয়ে গেলঅবুঝ
সুমনা মনটা ঘরে রয়না
স্বামী তার হাত হয় না ।

নান্নু আর কুমকুম
ডায়রিয়ায় ঘুমঘুম
ভাল মেয়ে শাহিনা
বরিশালে, ঢাকা যায় না।

ঝরে নাই বকুল,
চঞ্চলের গলার ফুল
রংপুরে ফরিদ
চোখে নেই নিদ
মনে বড় রং
মেয়ে কলেজে করে ঢং ।

আমেরিকায় নুরুল
কুল হারিয়ে ব্যাকুল ,
কলকাতায় রিঙকু
স্বামী তার পাংকু ।

রওশান আর বন্যা
অস্ট্রিলিয়া-কানাডায় দিয়েছে ধন্যা ।
এনাম আর মুনিয়া
পথ চলে ভালবাসা গুনিয়া ।

সোহেল আর আলফাজ
ভুলে গেছে সবে আজ
মিতা-বিথী, লিজা-মুন্নী
কোথা আজি লিলি রিনি ।
নীলু, শম্পা, রেবা অপ্সরী
তুহিন লিমা কোন বাড়ী ?


জাকির,অসীম,আসলাম,হাফিজ,
প্রদীপ, জামান ,রোজী, নাফিজ
গুলশান, শম্পা. শিরিন. নিনি
ফাতেমা,খালেদা,শাইলা-লাবনী ;
কত সুন্দর থোকাথোকা নামগুলি
জ্ঞানের আলোয় যেন ফুলঝুরি ।

মিতা অমর প্রেমের টানে
ঢাকা ছেড়ে কুষ্টিয়ার পানে
নিম্মী তামান্না সমবিন্দুতে জীবন
মিলেছে লাইফরেল পোড়াদহ স্টেশন ।

আনোয়ার মামুন বসীর
মাথা উঁচু সাজু সাব্বীর
মাহমুদ আর লালু ভুলু
দুবাইতে মালেক ঢুলুঢুলু ।

কে কোথায় হারিয়ে গেছে
কোন সুদূরে নেই কাছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.