নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহ্নি শিখা

সাধারনই অসাধারন- এসো মানুষের কথা বলি

বহ্নি শিখা

I am ordinary man and banker in profession and love my man and land

বহ্নি শিখা › বিস্তারিত পোস্টঃ

ফুল বালিকা

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

ফুল বালিকা
---- মালেক বাচ্চু

ফুলের মত শুভ্র সুন্দর
এ সকল ফুল বালিকা
পেটের দায়ে রাজপথে
ফুল বেচে জীবন জীবিকা
বেঁচে থাকার সংগ্রামে
পথ চলে বড় একা।

পেটে নেই দুটা ভাত
শীর্ণ বস্ত্র গেঞ্জী গায়
লিখাপড়ার বালাই নাই
কোথা মৌলিক অধিকার
পথ চলা শুরু আবার
সেই জীবন প্রভাত,
নেই মাথা গোঁজার ঠাঁই
পার্কে ফুটপাতে হায়
কেটে যায় দিন রাত।
এই পথ শিশু আবার
কখনও বা হায়েনা পশুর
হয় ধর্ষণ অত্যাচার শিকার।

স্যার, কি সুমধুর ডাক
এ যেন এক বাঁচার হাঁক-
ফুল নিবেন আপা ফুল !!
রজনীগন্ধা, গোলাপ ফুল,
জুই বেলী ফুলের মালা
ভাইকে দিবেন আপা,
ফুল দিয়েই বুঝে তারা
কেমন মানুষের মন ।

বেচে দুটি ফুল মালা
জুটে যদি দুটি পয়সা
খাবার কিনে বাবা মা
ভাই বোনের লাগি,
পরিবারের তরে দরদী
সদা কাজে অনুরাগী।
জীবন বেচে জীবন চলে
ফুলর মত ঝরে অকালে।

এগুলি খোদার সৃষ্টি পথকলি
আছে জীবন-বাঁচার স্বপ্নগুলি
না করি হেলা অমূল্য কুসুমকলি
মানুষ হিসেবে বুকে নিই তুলি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর আহ্বান। ফুলকলিরা সুশোভিত হোক, আদর ভালবাসায় বিকশিত হোক!

২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

আকিব হাসান জাভেদ বলেছেন: কে বলেছে ফুল বালিকা
নাইকো তোমার দাম
মানুষ হয়ে আমরা মানুষ
পাবে আদর যতন।
সুন্দর কবিতায় ফুল বালিকা আশ্রয় পেয়েছে । এতে অনেক কিছু । ফুল বালিকার জন্য এ রাশ ভালোবাসা । ফুলের মতো ফুটুক এদের জিবন।

৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯

টি ইউ রিয়াদ বলেছেন: সুন্দর বলেছেন।

৪| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ++
আহ্বান সুন্দর

৫| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কয়বার আর পড়মু। নতুন পোস্ট কেউ দিচ্ছে না?:(

৬| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কবিতা।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২

খালেদা শাম্মী বলেছেন: মানুষ হিসেবে বুকে নিই তুলি।
শেষের লাইন গুলো ভাল লাগার চেয়েও বেশি কিছু লেগেছে।

৮| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

কামরুননাহার কলি বলেছেন: ভালো লেগেছে কবিতা।

৯| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

বহ্নি শিখা বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.