নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত হত্যার মতো নিঃশব্দ লুটেরা

০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

বাতিল হয়ে যায় ঘর।
গেরস্তের বুড়ো বলদের মতো বাতিল হয়ে যায় মতবাদের জীর্ণ পুস্তিকা
আকাশ গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে আহমদ ছফা হারালো জীবন।
শামসুর রাহমান মোটা কাচে খুঁজে পেল দৃষ্টি
তারপর সেও এইতো সেদিন আলিঙ্গন করলো আহমদ ছফাকে।
আমি নিশ্চিত এমন অনেক কিছুই বর্তমান ও আগামীতে ঘটতেই থাকবে।

স্বাধীনতাকে যেদিন খাবার স্যালাইন ভেবে পান করেছিলো আমার
অন্ত্রজীর্ণ পিতৃ পুরুষেরা এবং পতাকাকে ধারণ করেছিলো উদরে
আর পরসী কামারের অঙ্গারে লাল দগদগে প্রসবিতা আগুন
হাতুড়ির নান্দনিক শব্দের অবসরে তৈরি করেছিলো নতুন সভ্যতা
মা ভৈ, মা ভৈ ...
সেদিন রক্তে পুলক বয়ে গেছে।
ওসব এখন জড়, বাতিল বলে ফেলে দেয়া হয়েছে
গায়ের ঘাম শুকনো সাদা লবণের দামে কেনা স্বাধীনতা।

টেলিভিশনের পর্দায় দেখেছি শ্রেষ্ঠত্বের ঘৃণ্য খেলায় মত্ত
সাদাদের লেলিয়ে দেয়া কুকুর ডারবানে খুবলে খুবলে
খাচ্ছে কৃষ্ণাঙ্গের অস্থি পাঁজর। নীল শার্ট পরা আফ্রো যুবক
তোমার মর্মান্তিক হত্যা নিশ্চিত করার পরও তোমার নিথর
দেহটাকে ঘৃণায় ক্ষোভে ছিন্ন বিচ্ছিন্ন করেছে।
তোমাকে এতোটুকু শান্তিতে ঘুমাতে দেয়নি।
আমরা জানি, কেবল গায়ের রঙ ভিন্ন তোমার আর কোন পাপ ছিলনা।

এশিয়ার শিশির বিন্দু, ওসাকার ঔদ্ধত্য যৌবনা চেরী, সুইজ হিমকনা
কিংবা সিয়াটলের পথচারীরা আজ প্রভাতে জেনে গেছে তুমি বাতিল।

আমি শপথ করে বলছি
দেখবে, এসব নির্বাপিত স্বপ্নই একদিন হবে সম্পদ
আর্কাইভ দখল করে নিবে মানবতার নির্বাচিত পোট্রেট
আর কৃষ্ণ গহ্বরের খপ্পরে পড়ে বিলীন হয়ে যাবে
সব ঘৃণা, সব ষড়যন্ত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.