নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

ঘরে ফেরা হলো না আমার

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

ফেরা হলো না ঘরে।

এক পেয়ালা চায়ের টানে ফুটপাতের সস্তা দোকানে কেটে গেলো মধুরা বিকাল
এক খানা মেঘ ছোঁয়ার আশায় কাঞ্চণজঙ্ঘার চূড়ায় কাটলো হেমন্ত
শিশিরের উদরে রংধনুর জলছবি ধারণের অপেক্ষায় এক দশক
পত্র পল্লবে চোখ ফেলে দেখেছি লিউনার্দো, পিকাশো, ভিনসেন্ট ভ্যানগঘ।
দাম্ভিক রাষ্টনায়কের মতো তারা কেউ কোন মন্তব্য না করে
টাই মমেশিনে চেপে আমাকে পিছে ফেলে চলে গেছে যে যার গন্তব্যে।

গ্রহের ফেরে পথের সাথেই দেখা হলো আমার পথে, ফেরা হলো না ঘরে।

ঘরে ছিলো অভুক্ত স্ত্রী-জননী-সন্তান, উঠানে জলাতংক রোগে আক্রান্ত পোষা কুকুর,
ছাদে কবুতরের খোপে নতুন ছানা যারা আমার হাতের মুঠোকে মানতো
বিশ্বস্ত খাদ্য ভান্ডার, আমাকে নেহায়েত দরকার ছিলো তাদের।

অথচ পূর্বাপর না ভেবে এক খানা শব্দের জন্ম দেখার তীব্র আকাংখায়
জল্লাদের মতো আর্নেস্ট হেমিংওয়ের বন্দুকের নলে পুড়ে দিয়েছি জীবন্ত বারুদ।
ইতিহাস সাক্ষী, আমি সে কাব্যের দুঃখ শিশুকে জন্মাতে দেখেছি
কী উন্মত্ত ছিলো সে শিশুর কণ্ঠস্বর!
অবশেষে তাও ক্রমশই গিটারের ধ্বনির মতো মিশে গেছে পুরাতাত্বিক বাতাসে।
আমাকে স্পর্শ করেনি।

তারপর আর কোনদিন ঘরে ফেরা হলো না আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.