নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

প্রেম ও যুদ্ধ বিষয়ক অভিসন্দর্ভ

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

প্রেম ও যুদ্ধ এ দুইকে আমি আলাদা দেখিনা।
তাদের একই চরিত্র। প্রমান সাইজের যেকোন
পোষাকে সুন্দর মানিয়ে যায় তাদের দেহ।

প্রেম কেড়ে নেয় যৌবনের পরমায়ু
যুদ্ধ কেড়ে নেয় জীবনের পরমানু।
কালাতিকাল ধরে প্রেমিক ও বীরের অস্থি-মজ্জা,
মাংস, পায়ের স্যান্ডেল, বীরাঙ্গনার কপালের টিপ
জমা হয়েছে স্তরীভূত পললের কোষাগারে।

এ নিয়ে বিস্তর লেখালেখি ও হয়েছে।
সভা-সমিতি করে আমরা গলা ফাটিয়ে বলেছি
আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের কথা।
প্রেম নিয়েও আমরা কম যাইনি;
গড়েছি তাজমহল,
লিখেছি অগণিত গীতিকা ও অজানা মহাকাব্য।
গুপ্ত ধনের মতো আমরা মাটি খুঁড়ে উদ্ধার করেছি নববধুর
ভেজা চোখের পাতায় আশ্রিত অশ্রুর ইতিহাস।

শুধু আমরা বলিনি, প্রেম কিছু নয়, যুদ্ধ কিছু নয়
উভয়েই ঝরায় রক্ত
প্রেম ও যুদ্ধ আলাদা কিছু নয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.