নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

যাত্রী

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

একটি টিকেট কিনে যাত্রী ছাউনিতে বাসের জন্য অপেক্ষা করছি সাত যুগ।
ট্রাউজারে দুহাত ভরে তাকিয়ে আছি কালো পিচ ঢালা পথের দিকে,
একটি বাস আসবে!

এ পথে ফকির আসে, পাগল আসে, হকার ও পথচারী আসে, পার হয়ে যায়
এ পথে বুলেট ও বৃষ্টি আসে, আগুনের মতো হাত ধরাধরি করে মিছিল আসে
এক বৃদ্ধ আইসক্রিমওয়ালা নিয়মিত হাক ডাক দেয়, বিক্রি শেষে বাক্স কাধে
আপন মনে চলে যায়।
আমি অপেক্ষা করি।
প্রভাতে শহীদ মিনারগামী স্কুল ছাত্ররা ফি বছর ফুল হাতে হেঁটে যায়।
আমি বাসের জন্য অপেক্ষা করি।

অবশেষে একটা সরু বাস আমার গা ঘেঁসে এসে দাঁড়ায়
আমি উঠে পড়ি। বাস চলতে থাকে।
আমি দেখি বাসে কোন যাত্রী নেই, গাইড নেই, ড্রাইভার নেই
এমন কি বাসে নেই কোন সিট। যাত্রী বলতে আমি একা, অন্ধকারে ভীষণ একা।
রাজ্যের ক্লান্তিতে আমার চোখ বোজা, নাকে সুগন্ধ গোলাপ জলের চেনা গন্ধ।

আজ আমার কোন অপেক্ষা নেই, কোন তাড়া নেই।
বাসটাকে আমার গন্তব্য জানাতে পকেট থেকে টিকেট বের করে দেখাই।
বাসটি মৃদু হেসে জানায়, আমার গন্তব্য তার জানা আছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার পেছনের চিন্তাটা অসাধারণ।
+++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.