নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাসের ক্যারিকেচার

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

জানালা খুলে দিতেই শীতের হাওয়ার মতো অবাধ্য পাহাড়গুলো ঘরে ঢুকে পড়ে

আমাকে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় পাহড়ের তাবেঈন মেঘরা।

অসহায় আমি দ্বারস্থ হই মহানগর পুলিশের। তারা আমাকে বসায়, সমাদর করে

তারপর আমাকে আসামী করে কেস ঠুকে দেয়।

আমি তাল গাছের পাতায় বাবুই পাখির বাসার মতো ঝুলতে থাকি।

আমি খুব হতাশ হয়ে অসহায় ভাবে জিজ্ঞাসা করি, আমাকে আসামি করলেন কেন?

থানার বড় কর্তা অভিধানের মতো এক মস্তো বই থেকে মুখ তুলে বলেন, তুমি সেই গর্দভ না?

তুমিইতো পাহাড়কে আমন্ত্রণ করেছিলে, তারপর পাহাড় ধ্বংশ করেছে

তোমার ঘর এবং বিশ্বখ্যাত মায়ান, ইনকা, মহেঞ্জদারো ও অনুরূপ কিছু সভ্যতা।

সভ্যতা হত্যার দায়ে তোমাকে আসামী করা হয়েছে।



আদালতে দন্ডপ্রাপ্ত হয়ে এখন আমি দরোজা জানালা বিহীন ঘরে ঘুমাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৮

বাগান বিলাস বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো ।

২| ০৭ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০০

বিদ্রোহী বাঙালি বলেছেন: পোস্টে কোন ক্যাটাগরি নাই। তাই মন্তব্যে অস্বস্তি বোধ করছি। এটা মুক্তগদ্য না কবিতা, নাকি অন্য কিছু জানি না। তবে লেখাটাকে মেটাফোরিক মনে হচ্ছে।

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

বাগান বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ রইলো বিদ্রোহী বাঙালী।আপনার বক্তব্য যথার্থ, একটা ক্যাটাগরি থাকলে ভালো হতো। বস্তুত কবিতা লিখতে চেয়েছি। অনেকটা মেটাফরিক আমেজে। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে সমৃদ্ধ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.