নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

বনফুলের বিষন্ন পাপড়ি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

আজকাল আমার হাতের তালু বড্ড ঘেমে যায়
হাত মুছতে যথাসময়ে রুমাল খুঁজে পাই না
লেখার কাগজ ভিজে যায়, বিব্রত লাগে ।
চশমার ফ্রেমটা ঢিলে হওয়ায় নিচের দিকে তাকাতে পারি না
দেয়াল থেকে টিকটিকি লাফানোর মতো চোখ থেকে ওটা টুপ করে খসে পড়ে
অনেকে বুদ্ধি দেয় ফ্রেমটি পাল্টে নিন। আর নয়তো ফ্রেমে চেইন লাগান
অন্ততঃ যখন তখন খুলে পড়বে না।
আমি তাদেও সবিনয়ে ধন্যবাদ জানাই
যতার্থ পরামর্শ দেয়ার জন্য।

খেয়ালই করিনি আমার শার্টের বুক পকেটের সেলাই খুলে গেছে
সেদিন ঔষুধ কিনে দাম পরিশোধ করতে গিয়ে দেখি নোটগুলো
পকেটে নেই, ফাঁক গলে পড়ে গেছে।
দোকানি আমাকে ভৎসনা করে বললেন, পাবলিক !

আমার সব অপূর্ণতায় এখন তোমার অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হচ্ছে।
তুমি থাকলে সব ঠিক থাকতো
ভাঁজ করা রুমাল যথাস্থানে থাকতো।
চশমার ফ্রেম অথবা সেলাই খোলা পকেট সব নিখুঁতভাবে
পরিপাটি থাকতো, আমি কিছুই টের পেতাম না।

শুভাকাংখীরা বলেন, আর একটু দৃঢ়, আত্ন প্রত্যয়ী হোন ঠিক হয়ে যাবে।
আমি বদলাতে চাই না, এভাবেই চলুক।
আমার বেখিয়ালের অট্রলিকায় বাস করতে থাকো তুমি
তোমার অস্তিত্বকে আমি এভাবেই ধরে রাখতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.