নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

জল পারাবত

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪

আঠারো বছর পার হলো
আমার সাথে দেখা হয়নি নদীর।
আজ জোহরের ওয়াক্তে অনেকটা
নাটকীয় ভাবে তার সাথে দেখা।
রমজান মিয়ার জলসিঁড়ি ঘাটে
দুই পা ছড়িয়ে বসে আছে নদী ।

আমি বিরহ কাতর প্রেমিকের মতো
চিৎকার করে ডাকি- নদী... নদী...
আমার ডাকে অপ্রস্তুত বিষ্ময়ে ছলকে ওঠে নদী।
হাত ধরতে এগিয়ে যেতেই প্রথা মতো ফাঁকি দিয়ে
নদীর জলে মিলে যায় নদী,
আমার অতি আপন মায়াময়ী নদী।
জলের জাল তন্তুতে ভিজে ভিজে ওঠে
আমার অনাহূত হাত।
আঠারো বছরের লালিত অনাহুত কষ্ট
আবারো বিষাক্ত সাপের ফণার মতো
এক লাফে জেগে ওঠে মরীচিকার জলে।
আবারো আমার চোখ ভিজে যায় হতাশার লোনা জলে ।

তারপর আঠারো বছর...
আমি প্রবাহিত জলের ভিতর
তলিয়ে যাওয়া নদীকে খুঁজতে থাকি।
ভরা জোয়ারের দু’কুল ছাপানো
নদীকে আমি কোথাও খুঁজে পাই না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

আলোরিকা বলেছেন: সুন্দর ! :)

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬

বাগান বিলাস বলেছেন: শুভ কামনা আলোরিকা। আপনার নামটায় একটা মুগ্ধতা আছে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.