নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাগমন

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

আমার হাতের তৃষ্ণার্ত যাত্রায় তোমার খোপা
থেকে ছিড়ে পড়ালো ভালোবাসার শিউলি মালা।
তুমি লজ্জায় শামুকের খোলসে লুকিয়ে গেলে।
আমি বিশ্ব নেতার মতো তৎক্ষণাত ঘোষণা
দিলাম- বেওয়ারিশ প্রতিটি শিউলি কুড়িয়ে
তোমাকে পুনরায় চমৎকার মালা গেঁথে দিবো।
আর এখানে স্থাপিত হবে শিরি ফরহাদের মুরাল।

তখন কার্তিকের দেবদারু গাছে দ্বিপ্রহর রাতের অমাবস্যা
চারপাশে এক্্র-রে ফিল্মের মতো কালো অন্ধকার।
এবার সম্মতির তোয়াক্কা না করে আমি ঝটপট
তোমার দ্বিধাগ্রস্ত হাত ধরে ফেললাম। বললাম, চলো।
সুন্দরবনে মাওয়ালীদের কাছে যাই।
ওদের কাছে আলো ধার এনে কুড়াবো শিউলি।

এরপর যাবো শাহাবাগ,
ওখানে পেয়ে যাবো তাজা ফুল গাঁথা কারিগর।
ওদের কাছে শিখে নিবো জোনাকির স্বপ্ন বুনন।

আমি আবারো গাঁথবো মালা, সাজাবো ধ্রুপদী জীবন।
যা দেখে স্বয়ং ঈর্ষান্বিত হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের
সাবেক পরাক্রম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ।
তাজমহল দর্শন করে যেমন তিনি সম্রাট শাহজাহানের
প্রতি দীর্ঘশ্বাস গোপন করে বলেছিলেন, অসাধারণ!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: ক্লিনটন????/??
হা হা হা

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

বাগান বিলাস বলেছেন: জ্বি বিজন রয়। বিশ্বাস করুন মিথ্যা বলিনি । ১৯৯৮ সালে ভারত সফরের সময় তাজমহল দর্শন করে ক্লিনটন এ মন্তব্য করেন।

২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

বিজন রয় বলেছেন: ও আচ্ছা, তাই বলুন।

কবিতায় ++++
ভাল থাকুন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

বাগান বিলাস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.