নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

দূর-দুষ্কাল

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৬

ছয় এপ্রিল ২০১৫ খ্রিস্টাব্দ।

সেই পাখিদের সাথে আমার দূর সম্পর্কেরও পরিচয় ছিলো না।
কুষ্টিয়ার ধলনগরের অভয়াশ্রমে নিহত পাখিদের কোন হিসেবই রাখতাম না
যদি না সেখানে এদিন বৈশাখী ঝড়ের সহগামী পাপিষ্ট শিলা আমার প্রেমিকা কে
নির্মম ভাবে হত্যা না করতো।
আমার প্রেমিককার সাথে সেদিন নির্মমভাবে শহীদ হয় প্রায় দশ লাখ
দোয়েল, ঘুঘু, বনটিয়া, ভাত শালিক, গো-শালিক, বুজুর্গ ঝুটিশালিক ও অন্যান্যরা।

তোমার মৃত্যুতে আমার মাতম দেখতে এসে গ্রামবাসী আফসোস করে বলে,
হায়, আমাদের অভয়াশ্রমে আজ থেকে আর কোন পাঁখি ডাকবে না!
ক্ষতি বলতে তাদের যেনো এতোটুকুই।
তারা তোমার মৃত্যুর কষ্ট ভিন্ন উচ্চারণে মুখে তোলেনি।
গ্রামবাসীর প্রতি তথাপি আমার কোন অভিমান নেই,
অভয়াশ্রমে তাদের নিরাশ্রু উপস্থিতির জন্য তবুও আমি কৃতজ্ঞ।

আমি জানি সুদূর সাইবেরিয়া থেকে তুমি কেবল আমার ডাকে সাড়া দিতেই
এসেছিলে আমার জন্মভূমে, এই বাংলাদেশে।
আমার দেশ দেখে তুমি খুশিতে আত্মহারা, ঘুরেছিলে চৈতের রোদে পর্যটন বিনোদনে।

সেদিন অভয়াশ্রমে কালো রাত নেমে আসবে তা আমি স্বপ্নেও ভাবিনি।
তোমার মরদেহের পাশে সর্বহারা আমি কিংকর্তব্যবিমূঢ় বসেছিলাম বর্ষণের ঝরা পাতার সাথে।
হয়তো একদিন নির্মম ধবল শিলার প্রক্ষেপনে পিষ্ট হওয়া স্বপ্নের সাক্ষী হয়ে থাকবে
রাষ্ট্রীয় সকল শোক বইয়ের কালো পাতা ।

আমার কষ্ট দেখে ক্ষত বিক্ষত নির্বাক ঝরা পাতা অঝোরে কেঁদেছিলো।
পরিযায়ী, কেবল তুমি অভিমান করে ঘুমিয়ে থাকলে দশ লাখ মৃত পাখির সাথে,
মুখ তুলে দেখলে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.