নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি।

বাগান বিলাস

যাপিত জীবনকে নিয়ে ভাবনার অনেক উপাদান আছে। তবে সবকিছু ভাবতে পারি না। ভাবার সুযোগ পেয়েও অনেক অনুষঙ্গ নিজ প্রয়োজনে এড়িয়ে গেছি। অনেক বিষয়ে পরে ভাবা যাবে বলে ঐ পরিচ্ছেদে আর কখনও যাওয়াই হয়নি। তবে বারংবার আমি প্রকৃতির কাছে ফিরে গেছি। তার কাছে শিখতে চেয়েছি। প্রকৃতিও শেখালো ঢের। তবুও হয়তো আমার প্রত্যাশা ও শিখনফলে আছে হতাশা । ইচ্ছা ও প্রাপ্তির খতিয়ান খুব একাকী মিলিয়ে দেখি-কত কিছুইতো হলো না দেখা, হলো না কত শেখার শুরু । তবুও প্রাপ্তি কি একেবারেই কম? মোটেই না। পেয়েছিও ঢের। মনে তাই প্রশ্ন জাগে, যেদিন আমি আবার নিঃশ্বেস হয়ে যাব সেদিন কি প্রকৃতিও আমার মতো একা হয়ে যাবে? এর জবাবও প্রকৃতির বিবৃতিতেই পেয়েছি-না, ক্ষুদ্র জীবনের আঁচর প্রকৃতিতে বেশিক্ষণ মূর্ত থাকে না। অন্যকথায় প্রকৃতির মধ্যে বিষণ্নতা বেশি দিন ভর করে থাকে না। তাই সে সহজ, তাই সে সমাদৃত! আমার বিবেচনায় একারণে প্রকৃতি সকল জীব ও জড়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

বাগান বিলাস › বিস্তারিত পোস্টঃ

দেখা

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিলো লাশ ঘরে।
সারি সারি লাশবাহী কফিন গুলোকে ঘিরে ছিল
স্বজনের ভিড়। আর তাদের চোখেমুখে লেপ্টে
ছিলো কাকের পালকের মতো কালো শোক।
আমি ইতিউতি তোমাকে খুজি,
তোমার তো এখানেই থাকার কথা।
পাশেই একজন হাউমাউ করে কাঁদছিলো
ক্রসফায়ারে মারা গেছে তার ভাই।

তারপর হঠাৎ দেখলাম ছায়ার মতো
দক্ষিণ দেয়াল ঘেঁসে তোমার প্রতিলিপি;
কী ক্লান্ত অথচ উদ্গ্রীব তোমার চেহারা!
আহা কতোদিন পর এই লাশ ঘরে
এইতো সেই চির পরিচিত তুমি!
অজান্তেই আামি চিৎকার করে উঠি আনন্দে।

নিখিল বিশ্বে অবশেষে পেলাম তোমাকে;
ওহ, বিশ্বাসই হয় না। তোমার সাথে দেখা হলো তাহলে!
লাশ ঘরে আমার চোখ ভেসে ওঠে আনন্দের জলে।

এরপর আমার আর হাঁসি পায় না,
কেটে গেছে দুই দশক।
এখন আমার পাকাপাকি বসবাস টইটম্বুর অশ্রুসাগরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

টাইম টিউনার বলেছেন: কবিতা পরে যখন আমি ব্যার্থ হই রহস্য উদ্ঘাটনে তখন ,একটা ই কথা , ভালো লাগলো ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

বাগান বিলাস বলেছেন: টাইম টিউনার আপনাকে ধন্যবাদ। অনেক প্রতিক্ষার পর একজন প্রিয় মানুষ কে দেখতে পাওয়া। মর্গে পড়ে থাকা এ এক জীবনহীন মানুষ । তাই এ আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। অবশেষে----- । ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.